বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মাঙ্কিপক্সে কঙ্গোতে প্রাণহানি ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবে ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম এই রোগে ১৪১ জন আক্রান্তের খবর দিয়েছে। শানকুরু প্রদেশের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইমে আলেঙ্গো স্থানীয় সংবাদ ওয়েবসাইট অ্যাকচুয়ালাইটকে বলেছেন, ‘জরিপের প্রথম সপ্তাহ থেকে ৩৩তম দিন পর্যন্ত আমরা ১৪১ জন রোগী শনাক্ত করেছি, মারা গেছেন ১০ জন।’ আলেঙ্গো জানান, এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে ৫ বছরের কম বয়সী শিশুরা। আফ্রিকার আরও কয়েকটি দেশে মাঙ্কিপক্স ছড়াচ্ছে বলে খবর তার। জরুরি স্বাস্থ্য বুলেটিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকান দপ্তর বলেছে, বর্তমান জরুরি অবস্থায় এই প্রাদুর্ভাব মোকাবিলায় তহবিল সংগ্রহ করার মতো চ্যালেঞ্জ তাদের নিতে হচ্ছে। মাঙ্কিপক্স ভাইরাস এক ধরনের অর্থোপক্সভাইরাস, যার লক্ষণ গুটি বসন্তের মতো হলেও ততটা গুরুতর নয়। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন