বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ম্যানসিটিতেই মেসি!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বার্সেলোনা শহরে লিওনেল মেসির বাবা হোর্হে মেসি। গতকাল সন্ধ্যায় বার্সা ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর সঙ্গে আলোচনায় বসেছিলেন সন্তানের ভবিষ্যত নিয়ে। রিপোর্টটি লেখা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা না গেলেও স্কাই স্পোর্টসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যেতে জোর ইচ্ছা পোষন করেছেন সময়ের সেরা তারকা। আর্জেন্টাইন তারকাকে ডেরায় ভেড়াতে ৬২৩ মিলিয়ন ইউরোয় পাঁচ বছরের চুক্তিতেও নাকি সায় দিয়েছেন বার্সা অধিনায়ক! শর্ত মোতাবেক তিন বছর ইংলিশ ক্লাবে খেলার পর দুই বছর নিউ ইয়র্ক সিটির হয়ে মেজর লিগ সকারে খেলতে হবে ৬ বারের বর্ষসেরা এই ফুটবল জাদুকরকে।

তার আগে বিমানবন্দরে মেসির বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে অবশ্য বিষয়টি এড়িয়ে যান মেসির বাবা। তবে পরে বার্সেলোনার ফেরার কিছু মন্তব্য করেছেন হোর্হে, ‘বার্সেলোনায় লিওর ভবিষ্যত? এটি কঠিন। ওর এই ক্লাবে থাকাটা কঠিন’। তাহলে কোথায় যাচ্ছেন মেসি? গুঞ্জন ম্যানচেস্টার সিটিকে নিয়ে। এ বিষয়েও মুখ খুলতে নারাজ মেসির বাবা, ‘ম্যানচেস্টার সিটির ব্যাপারে কিছু জানি না আমি। পেপ গার্দিওলার সঙ্গে এ বিষয়ে আমার এখনো কথা হয়নি।’

এদিন খুব সকালেই কাতালান বিমানবন্দরে পা রাখেন মেসির বাবা। আর ভোর থেকেই তার জন্য অপেক্ষায় ছিলেন স্থানীয় সাংবাদিকরা। তবে হোর্হের কাছ থেকেই কিছুই জানতে পারেননি তারা। স্পর্শকাতর ইস্যু নিয়ে আগ বাড়িয়ে কোনো কিছু বলতে চাননি তিনি। অথচ দুদিন আগেই জানা গেছে, লিওনেল মেসি নয়, তার বাবা হোর্হে মেসি, যিনি কিনা মুখপাত্র হিসেবে কাজ করছেন নিজের ছেলের, তার সঙ্গে আলোচনা করবেন বার্তোমেউ। আর গতকালই মেসি-বার্সা মতানৈক্যের সম্প‚র্ণ সুরাহা হতে পারে।

আসলে ফুটবল ক্লাব বার্সেলোনার সঙ্গে মেসির যেন ইঁদুর-বিড়াল খেলা চলছে। প্রতিনিয়তই নতুন নতুন সংবাদ উঠে আসছে। বুরোফ্যাক্স বার্তায় যখন মেসি ক্লাব ছাড়ার কথা জানান, তখন সংবাদ আসে ১০ জুনের মধ্যে ক্লাব ছাড়ার কথা জানালে বিনা রিলিজ ক্লজে ছাড়তে পারবেন মেসি। আর চলতি মৌসুম দেরিতে শেষ হওয়ায় মেসির দাবী, সে সময়টা এখন ৩১ আগস্ট। পরে জানা যায়, চুক্তির শর্ত অনুযায়ী, শেষ মৌসুমে রিলিজ ক্লজ কার্যকর হবে না মেসির। অর্থাৎ চাইলে এ মৌসুমে বিনা রিলিজ ক্লজে যেতে পারবেন বার্সা অধিনায়ক।

কিন্তু সব বিষয়ই পুরো উল্টো বলছে বার্সা কর্তৃপক্ষ। তাদের দাবী, চুক্তি অনুযায়ী রিলিজ ক্লজের পুরো ৭০০ মিলিয়ন পরিশোধ করেই ক্লাব ছাড়তে হবে মেসিকে। এমনকি তাদের সঙ্গে সায় মিলিয়ে একই কথা বলে লা লিগা কর্তৃপক্ষ। তাতেই জল ঘোলা হয় বেশি। এ কারণে বিষয়টির সঠিক সমাধানের জন্য ফুটবল বিশ্ব তাকিয়ে রয়েছে দুই পক্ষের এ সভার দিকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (14)
Unnamed User ৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩৪ এএম says : 0
মেসি চলে জাবার পর বার্সার একমাত্র অবলম্বন হতে পারত সাপরটারদের ভালবাসা, কিন্তু বার্সার ম্যানেজমেন্ট সেটাও নস্ট করছে। বার্সার প্রতি এর ফ্যানদের ভালবাসা বলে আর কিছু যে নেই, সেটা বলে দেয়াই যায়।
Total Reply(0)
Unnamed User ৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩৪ এএম says : 0
মেসি চলে জাবার পর বার্সার একমাত্র অবলম্বন হতে পারত সাপরটারদের ভালবাসা, কিন্তু বার্সার ম্যানেজমেন্ট সেটাও নস্ট করছে। বার্সার প্রতি এর ফ্যানদের ভালবাসা বলে আর কিছু যে নেই, সেটা বলে দেয়াই যায়।
Total Reply(0)
সোহেল রানা ৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩৪ এএম says : 0
একটা ক্লাবের ম্যানেজমেন্ট কতটা খারাপ হলে এরকমটা ভাবতে পারে!!
Total Reply(0)
Anchit Das ৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩৫ এএম says : 0
এমন ছ্যাচড়া দল মেসিরে deserve করে না, এর লাগি রিয়াল মাদ্রিদরে সাপোর্ট করলে নিজেরে কম ছ্যাচড়া মনে হয়(ক্লাসলেস ম্যানেজমেন্ট), মেসি বার্সায় থাকলেও বার্সা সাপোর্ট করা আর possible না(৮-২ তেও এত কষ্ট পাইসি না যা এইসব দেইখা পাইতাসি)
Total Reply(0)
NL Nahid ৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩৬ এএম says : 0
এই ক্লাবটাকে আর সাপোর্ট করা পসিবল না ইভেন, যদি মেসি খেলেও ,এরপরেও সাপোর্ট করবনা । ঘৃণা চলে এসেছে ক্লাবের ম্যানেজমেন্টের প্রতি। এরকম করতে থাকলে বার্সেলোনার পতন খুব নিকটে, একসময় কোনো ভাল প্লেয়ার বার্সায় আসতে চাইবেনা
Total Reply(0)
Mohammed ৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩৭ এএম says : 0
মোর দ্যান এ ক্লাব
Total Reply(0)
জীবন ৩ সেপ্টেম্বর, ২০২০, ১:৩৪ পিএম says : 0
বার্সা কেন মেসিকে এমনে এমনে ছাড়ব। যেখানে এ টাকা দিয়ে দলকে ঢেলে সাজানো যাব। আর এত টাকা একজনকে না দিয়ে সাদা হাতি না পেলে নতুন খেলোয়াড় আনলে অনেক ভালো হব।
Total Reply(0)
মোঃ ইমাম হোসেন ৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:৩৭ এএম says : 0
মেসি হিন বার্সা, আর লবন বিহিন তরকারী একই কথা। তবে বার্সা বোর্ড বেশি জল ঘোলা করে ফেলছে। আমি মন থেকে এখন বার্সাকে ঘৃনা করি। কারন এরা সিনিয়র খেলোয়ারদেরে সম্মান দিতে যানেনা।
Total Reply(0)
মোঃ ইমাম হোসেন ৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:৩৮ এএম says : 0
মেসি হিন বার্সা, আর লবন বিহিন তরকারী একই কথা। তবে বার্সা বোর্ড বেশি জল ঘোলা করে ফেলছে। আমি মন থেকে এখন বার্সাকে ঘৃনা করি। কারন এরা সিনিয়র খেলোয়ারদেরে সম্মান দিতে যানেনা।
Total Reply(0)
Md abul khair ৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:১০ পিএম says : 0
Good bye berca.No messi no barsa.Their history is not good last 15years.they make conspircy
Total Reply(0)
Md abul khair ৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:১১ পিএম says : 0
Good bye berca.No messi no barsa.Their history is not good last 15years.they make conspircy against any player ehen they want leave fron barca
Total Reply(0)
Dewan Rafiqul Islam ৪ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৩ পিএম says : 0
আমার মনে হয় ক্লাব ম্যনেজম্যান্টর এই রকম মনমানসিকতার কারণে আগামিতে ভালো মানের কোন খেলোয়াড় এই ক্লাবে খেলার আগ্রহ প্রকাশ করবে না।
Total Reply(0)
FARUQUEAhmed ৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:১১ এএম says : 0
No messi. No Football
Total Reply(0)
সৈকত সরকার ১০ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৫ এএম says : 0
মেসি
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন