শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বরিশাল মহানগর পুলিশের বিট পুলিশিং কার্যক্রমের সূচনা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪২ পিএম | আপডেট : ৭:৪৭ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২০

বরিশাল মহানগর পুলিশের বিট পুলিশিং কার্যক্রমের সূচনা হয়েছে বৃহস্পতিবার। বরিশাল মেট্রোপলিটান পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিনখান-বিপিএম,বার নগরীর বৈদ্যপাড়ায় ৩০ নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় সিসিম ছাড়াও বরিশালের বিশিষ্ট শিক্ষাবীদ ও সরকারী বিএম কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মোঃ হানিফ উপস্থিত ছিলেন।

উপ-কমিশনার (দক্ষিণ) মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
পরে পুলিশ কমিশনার ফেস্টুন ও পায়রা উড়িয়ে নগরীতে প্রথমবারের মত বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠনিক সূচনা করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন