শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দাফনের ৫৭ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

আড়াইহাজারে ময়নাতদন্তের জন্য দাফনের ৫৭ দিন পর কবর থেকে আলম (৩৩) নামের এক যুবকের লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেনের উপস্থিতিতে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৭ জুন উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুরুল হক তালুকদার ওরফে হক মেম্বার এবং জালাল বাহিনীর মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষ ও গুলাগুলি হয়। এতে আইয়ুব নামের এক স্কুল ছাত্র নিহত হয়। আইয়ুব ছিল হক মেম্বারের সমর্থক। অপরদিকে জালালের সমর্থক আলম নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জুলাই কাঁচপুরের একটি হাসপাতালে মারা যায়। এ ঘটনায় হক মেম্বারের লোকজন যাতে মামলা করতে না পারে সে কারণে নিহত আলমের স্ত্রী জোসনাকে আটক করে রাখে। পরে আলমের স্ত্রী জোসনা ছাড়া পেয়ে গত ১৯ জুলাই নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোফাজ্জলকে ১নম্বর করে ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর আদালত লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্ত করার জন্য আদেশ দেন। সে মোতাবেক গতকাল তার লাশ উত্তোলন করা হয়। এ সময় কালাপাহাড়িয়া ফাঁড়ির ইনচার্জ ওসি খন্দকার তবিদুর রহমান ও নিহত আলমের স্ত্রী জোসনা বেগমসহ তার স্বজনরা উপস্থিত ছিলেন। নিহত আলমের স্ত্রী জোসনা বেগম হত্যাকারীদের বিচার দাবি করেন।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন