শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিন পুলিশের আরেক বর্বর ঘটনা, মুখোশ পরিয়ে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

মাটিতে ফেলে চেপে ধরে রাখার ফলে ৪১ বছর বয়সী কৃষ্ণাঙ্গ যুবক চলতি বছরের মার্চের শেষের দিকে মারা যায়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রচেস্টার পুলিশ তাকে হাতকড়া পরিয়ে নির্মমভাবে হত্যা করেছে। কৃষ্ণাঙ্গ ডেনিয়েল প্রুড নিহত হওয়ার পর ছয় মাস পেরিয়ে গেছে। বুধবার ডেনিয়েলের মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছে তার পরিবার। আর বুধবারই একজন পুলিশের বডি ক্যামেরা ফুটেজে ধারণকৃত ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিওতে দেখা যায়, ডেনিয়েলকে কিভাবে আটক করা হয়েছিল এবং তার পরের ঘটনাগুলো। ভিডিওটি দেখে রচেস্টারের মেয়র পুলিশের ওপর বিরক্ত হয়েছেন। তিনি বলেন, আমি কেবল তার পরিবারকে সহানুভূতি এবং সমানুভূতি জানাতে পারি। ডেনিয়েল প্রুডের ভাই জোয়ে প্রুড মনে করেন, পুলিশ ঠান্ডা মাথায় আমার ভাইকে হত্যা করেছে। আমার ভাইকে নিকৃষ্ট প্রাণী হিসেবে গণ্য করেছে পুলিশ। তিনি আরো বলেন, এসব বন্ধ হওয়াটা যে খুবই দরকার, সেটা বোঝার আগে আরো কতো ভাই মারা যাবে, কে জানে! আমি আমার ভাইকে সহায্যের জন্য ফোনকল করেছিলাম, তাকে শেষ করে দেওয়ার জন্য নয়। জোয়ে প্রুড গত ২৩ মার্চ ৯১১ নম্বরে ভাইয়ের মানসিক অবস্থার কথা জানিয়ে সাহায্য চেয়েছিলেন। ওইদিন বিকেল ৩টার দিকে তার ভাই বিবস্ত্র অবস্থায় রাস্তায় বেরিয়ে পড়েছিল। ডেনিয়েল প্রুড ওইদিন তার ভাইয়ের বাড়ি থেকে পেছনের দরজা দিয়ে পালিয়েছিলেন। হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টেও দেখা যাচ্ছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রুড বারবার পুলিশকে বলেছিলেন, তার ভাইকে যেন হত্যা না করা হয়। ভিডিওতেও দেখা যায়, প্রুড নিজের ভাইকে বাঁচানোর জন্য পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথোপকথন চালিয়ে যাচ্ছেন। অথচ, পুলিশের পাঁচজন সদস্য তার ভাইকে হাতকড়া পরিয়ে ঘিরে রেখেছে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিতিয়া জেমস এ ব্যাপারে তদন্ত করছেন। তিনি ডেনিয়েলের মৃত্যুকে ট্রাজেডি হিসেবে অ্যাখ্যায়িত করেছেন। তবে অভিযুক্ত কর্মকর্তারা এখনো দায়িত্ব পালন করছেন। রচেস্টার পুলিশ প্রধান সাফ জানিয়ে দিয়েছেন, লেতিতিয়া জেমস এ ব্যাপারে রিপোর্ট না দেওয়া পর্যন্ত তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। দ্য ডেইলি বেস্ট, ওয়াশিংটন পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন