বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বড়াইগ্রামে একসঙ্গে পাঁচ সন্তান প্রসব

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : বিয়ের দশ বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের মা হলেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার লিপি খাতুন (২৮)। বনপাড়ার একটি বেসরকারী হাসপাতালে শনিবার রাতে তিনি ২টি মেয়েসহ ৫টি সন্তান প্রসব করেন। তবে মাসহ নবজাতক সন্তানের মধ্যে মেয়ে দুটি সুস্থ হলেও অপর তিনটি বাচ্চা অসম্পূর্ণ শারীরিক গঠন নিয়ে মৃত অবস্থায় জন্ম গ্রহণ করেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
লিপির মা লিলি বেগম জানান, প্রায় ১০ বছর আগে নগর গ্রামের বাকের মন্ডলের সাথে তার মেয়েকে বিয়ে দেন। কিন্তু দীর্ঘ সময়েও সন্তান না হওয়ায় তাদের পরিবারের সবাই লিপির প্রতি অসন্তুষ্ট ছিলেন। এর মধ্যে লিপি সন্তান সম্ভবা হয়ে পড়ে। শনিবার সন্ধ্যায় প্রসব ব্যথা উঠলে তাকে দ্রুত বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই তিনি স্বাভাবিকভাবেই একে একে ৫টি সন্তান প্রসব করেন। বনপাড়া আমিনা হাসপাতালের স্বত্ত্বাধিকারী ডা. আনসারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপারেশন ছাড়াই লিপি খাতুন ৫টি সন্তান প্রসব করেন। তবে মাসহ দুটি শিশু সুস্থ হলেও অপর তিনটি শিশুর গঠন পুরোপুরি সম্পন্ন হয়নি। এ শিশু তিনটি মৃত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন