বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

টাকা-গয়নার হুলস্থূলে যোগ দিলো পুলিশও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

মাটির তলায় গুপ্তধন পাওয়ার খবর এখনো নানা জায়গায় ঘটে থাকে। এবার পুকুরে মিলছে ২০০০, ৫০০ টাকার নোট, কয়েন, এমনকী গয়নার সন্ধান। এমন গুজবে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভারতের পূর্ব বর্ধমানের মেমারি ২ ব্লকের কুচুট পঞ্চায়েতে বড়মশাগোড়িয়া গ্রামে। শয়ে শয়ে কৌতূহলী মানুষ সেখানে হাজির হয়ে যায়। টাকা-গয়নার নেশায় সকাল থেকেই মানুষজন ওই পুকুরে নেমে পড়ে। এই খবর পেয়ে বিকালে ঘটনাস্থলে হাজির হয় মেমারি থানার পুলিশ। সেখানে পৌঁছে সব লোকজনকে হটিয়ে দেয়। এরপর পুলিশের তত্ত্বাবধানে চলতে থাকে পুকুরে খানাতল্লাশি। তখনও বেশ কিছু টাকা উদ্ধার হয়। তবে গয়না উদ্ধারের খবর মেলেনি। পরিস্থিতি সামাল দিতে ওই পুকুরে নামায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। ওই পুকুরে কোথা থেকে টাকা এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। মেমারির কুচুট পঞ্চায়েতের বড়মশাগড়িয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পিছনেই রয়েছে পুকুরটি। সকাল থেকে রটতে শুরু করে পুকুরে ডুব দিয়ে হাতরালেই মিলছে টাকা-গয়না। মানুষজন কাজ ফেলে দিয়ে পুকুরে নামতে শুরু করে। পুকুর পাড়ে যথেষ্ট ভিড় জমে যায়। এসডিপিও আমিনুল ইসলাম খান জানান, গত দুদিন ধরেই রটেছে পুকুরে ডুব দিয়ে হাতরালেই মিলছে টাকা। শুক্রবার সকাল থেকে ওই পুকুরে প্রচুর লোক নেমে পড়ে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। জাল ফেলা হলে পুকুর থেকে কিছু টাকা পাওয়া যায়। সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। পুকুরে কিভাবে টাকা এল খতিয়ে দেখা হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন