বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভিটামিন ডি স্বল্পতায় ঝুঁকি ৬০% বেশি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যে, ভিটামিন ডি স্বল্পতায় ভুগছেন এমন ১৯ শতাংশ মানুষই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অপরদিকে যাদের শরীরে ভিটামিন ডি যথেষ্ট আছে, তাদের মধ্যে মাত্র ১২ শতাংশ এই রোগে আক্রান্ত হয়েছেন। অর্থাৎ ভিটামিন স্বল্পতায় ভুগছেন এমন ব্যক্তিদের কোভিডে আক্রান্তের হার ৬০ শতাংশ বেশি। সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সক্ষম টি-সেল সৃষ্টিতে ভিটামিন ডি ভূমিকা রাখে। তবে এই রোগ প্রতিরোধে এই ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে যে শুরুর দিকে গবেষণা বের হয়েছিল, তার উপাত্ত নিয়ে প্রশ্ন উঠেছে। সম্প্রতি একটি বড় গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি ও কোভিড-১৯ এর মধ্যে সরাসরি কোনো সম্পর্ক নেই। আবার নতুন এই গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি শরীরে থাকলে হয়তো কিছু সুবিধা পাওয়া যায়। ডেইলি মেইল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন