বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আরও কয়েকদিন বন্ধ থাকতে পারে ক্রিকেটারদের অনুশীলন

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ৮:৫৭ পিএম

এখনও কোনো ক্রিকেটার প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হননি। তবে দেরীতে হলেও মিরপুরের হোম অব ক্রিকেটে হানা দিয়েছে করোনা। এখন পর্যন্ত মোট তিন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন করে স্থানীয় ট্রেনার, ফিজিও এবং মাঠকর্মী। যারা গত প্রায় এক মাস জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য-সহযোগিতা করেছেন। এমন তিন সাপোর্টিং স্টাফের করোনা ফল পজিটিভ হওয়ায় স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা রয়েছেন ঝুঁকিতে। যে কারণে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন তিনদিনের জন্য বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার, শনি ও রবিবার ক্রিকেটারদের অনুশীলন না করার কথা জানিয়ে দেয়া হয়েছে আগেই। ইতোমধ্যে দু’দিন পাড় হয়েছে। রবিবার তৃতীয়দিনেও মাঠে ফিরবেন না ক্রিকেটাররা। তবে বিশ্বস্ত সুত্রে জানা গেছে, ক্রিকেটারদের অনুশীলন শুধু তিনদিনই নয়, আরও কয়েকদিন বন্ধ থাকতে পারে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এমন আভাসই দিয়েছেন।

শনিবার তিনি জানান, ক্রিকেটারদের শারীরিক নিরাপত্তার কথা ভেবেই তিনদিনের জন্য অনুশীলন বন্ধ রাখা হয়েছে। তবে সেটা আরও কয়েকদিন বাড়তে পারে। দেবাশীষ চৌধুরী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো শ্রীলঙ্কা সফর। তিন ম্যাচে টেস্ট সিরিজের আগে ক্রিকেটারদের পুরোপুরি শারীরিক, মানসিক ও ক্রিকেটীয় প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যেই আমরা কার্যক্রম হাতে নিয়েছি। সবকিছু ঠিক থাকলে হয়ত সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে দেশের মাটিতেই জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে। তার অগে যাতে ক্রিকেটাররা পুরোপুরি সুস্থ থাকেন, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাই আমরা হয়ত ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন আরও কয়েকদিন বন্ধ রাখতে পারি। যাতে ক্রিকেটারদের মধ্যে কেউ করোনায় আক্রান্ত না হন। তাদেরকে এখন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত রাখতেই আমরা অনুশীলন সাময়ীকভাবে স্থগিত করেছি। সেটার সময়সীমা বাড়ানোর চিন্তাও আছে আমাদের।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন