বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পরিবার পরিকল্পনার পরিচালকসহ পাঁচজনকে দুদকে তলব

ভুয়া ভাউচারে ৭ কোটি টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রশিক্ষণ,কর্মশালা,সেমিনারের নামে ভুয়া ভাউচারে অন্তত:৭ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পরিবারপরিকল্পনা অধিদফতরের পরিচালক (আইইএম)ডা.আশরাফুন্নেছাসহ ৫ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার উপ-পরিচালক মো.সালাহউদ্দিন তাদের তলবি নোটিশ দেন। আগামি ১৩,১৪ ও ১৫ সেপ্টেম্বর তাদের হাজির হতে বলা হয়েছে।তলবকৃতদের মধ্যে প্রতিষ্ঠানটির উপ-পরিচালক (পিএম) জাকিয়া আখতার ও উপ-পরিচালক (স্থানীয় সংগ্র) আবু তাহের মো. সানাউল্লাহ নূরীকে ১৩ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়। সহকারী পরিচালক এ কে এম রোকনুজ্জামান ও গবেষণা কর্মকর্তা পীযূষ কান্তি দত্তকে ১৪ সেপ্টেম্বর এবং পরিচালক (আইইএম) ডা. আশরাফুন্নেছাকে ১৫ সেপ্টেম্বর প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হতে বলা হয়।একই অভিযোগ অনুসন্ধানের প্রয়োজনে ভুয়া বিল-ভাউচার প্রদানকারী প্রতিষ্ঠান ‘সুকর্ন ইন্টারন্যাশনাল’মালিক ফাইজুল হককে গত ২৬ আগস্ট জিজ্ঞাসাবাদ করে দুদক। তবে অপর প্রতিষ্ঠান মেসার্স রুহী এন্টারপ্রাইজের মালিক মোশতাক আহমেদ রুহীকে তলব করা হলেও তিনি সাড়া দেননি। উল্লেখ্য, ২০১৮-২০১৯ অর্থবছরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট কর্মশালা ও সেমিনারের নামে ভাউচার করে অন্তত: ৭ কোটি টাকা আত্নসাত করেছেন-মর্মে অভিযোগ উঠেছে। ২০১৯ সালে অধিদপ্তরের ‘আইইএম ইউনিটে’র ইউএনএফপিএ খাতে বরাদ্দ ছিল ১ কোটি ২৯ লাখ টাকা। কোনো কাজ না করেই ওই টাকা অগ্রণী ব্যাংকের ওয়াসা ভবন শাখা থেকে তোলা হয়েছে। ২০১৯-২০২০ অর্থবছরে ৩৯টি কোটেশনের বিল দেয়া হয়েছে। এই অংক ১০ কোটি টাকা। এর মধ্যে ওই বছর ‘রূহী এন্টারপ্রাইজ’কোনো কাজ না করে ৮৫ লাখ টাকার বিল তোলে।একইভাবে ‘সুকর্ন এন্টারপ্রাইজ’কে ১ কোটি টাকার কার্যাদেশ দিয়ে বিল তোলা হয়েছে। এভাবে এই দুই প্রতিষ্ঠানের নামে ১ কোটি ৮৫ লাখ টাকা উত্তরা ব্যাংকের কারওয়ান বাজার শাখা থেকে উত্তোলন করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন