শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে চাঁদপুরের দুজনের মৃত্যু

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:১২ এএম

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় চাঁদপুরের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের মধ্যে মোস্তফা কামাল (৩৪) শহরের ১২ নং ওয়ার্ডের বাসিন্দা। মাইনুউদ্দিন (১২) ফরিদগঞ্জ উপজেলার শেখদী গ্রামের মৃত মহসিনের ছেলে। ৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৫টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা কামাল ও মঈনুদ্দিনের মৃত্যু হয়।

মোস্তফা কামাল চাঁদপুর শহরের ১২নং ওয়ার্ড জিটি রোডের দক্ষিণ গণি মিজি বাড়ির আবদুল করিম মিজির বড় ছেলে। তার মা-বাবা, সহোদর দু’ভাই ও স্ত্রী লুবনা আক্তারের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে। এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

মোস্তফা কামালের বন্ধু আল ইমরান সরকার জানান, কামাল তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল। নারায়ণগঞ্জের তল্লা এলাকায় সে টিটু স্যার নামে সকলের কাছে পরিচিত ছিলেন। গত বছর সে বিয়ে করেছে।

শহরের দক্ষিণ বিষ্ণুদী বায়তুছ ছালাম জামে মসজিদ প্রাঙ্গণে শনিবার বাদ মাগরিব তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন ওই মসজিদের ইমাম মাওঃ মোঃ ইয়াছিন। জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে গ্যাস পাইপ লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়াহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
parbriz ১৬ জুন, ২০২২, ১:৫৮ এএম says : 0
obviously like your website but you have to test the spelling on quite a few of your posts. Several of them are rife with spelling problems and I to find it very bothersome to tell the reality on the other hand I will certainly come back again. https://parbrize-originale.ro/
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন