বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

চট্টগ্রামের রাস্তাঘাটের দুর্দশা

| প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

দেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং ব্যস্ত শহর চট্টগ্রাম। বাণিজ্যিক রাজধানী নামেও খ্যাত। কিন্তু বর্তমানে এই বাণিজ্যিক রাজধানীর অবস্থা খুবই শোচনীয়, বিশেষভাবে রাস্তাঘাটের। চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাগুলো এখন প্রায় অচল। ভাঙ্গা রাস্তাঘাট, অপরিকল্পিত রাস্তা নির্মাণ, অবৈধভাবে রাস্তা দখল, যত্রতত্র গাড়ি পার্ক করা ইত্যাদি সব মিলিয়েই চট্টগ্রামের রাস্তাঘাটের দুরবস্থা চরমে পৌঁছেছে। বড়বড় গর্ত, উঁচুনিচু এবং এবড়োথেবড়ো রাস্তায় যানবাহন চলতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা। অন্যদিকে অপরিকল্পিতভাবে রাস্তা তৈরি করার ফলে বৈদ্যুতিক খুঁটি, মসজিদ-মাজার পড়ছে রাস্তার মাঝে। ফলে চার লেনের রাস্তা হয়ে গেছে দু’লেনের। এতে বাড়ছে ট্রাফিকজ্যাম এবং ঘটছে অনাকাক্সিক্ষত দুর্ঘটনা। ফুটপাত দখল করে আছে হকাররা, ফলে বাধ্য হয়ে সাধারণ জনগণকে হাঁটতে হচ্ছে রাস্তার পাশ দিয়ে, ঝুঁকিপূর্ণভাবে! রাস্তা নির্মাণের পর পিচের উপর বালি দেয়া হয়। কিন্তু যথাসময়ে সেই বালি অপসারণ করা হয় না। এতে বালি রাস্তার পাশের ড্রেনে পতিত হয় এবং ড্রেনের পানি চলাচল বন্ধ হয়ে যায়। যার দরুন সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। আর কিছু বালি পড়ে থাকে রাস্তার পাশেই এবং সেই ভেজা বালিতে হাঁটা-চলা করতে ভোগান্তি পোহাতে হয় সাধারণ জনগণকে। এসব সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুন্সী মুহাম্মদ জুয়েল
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন