বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন ৪ জন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

রাজধানীতে পুথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত যাত্রাবাড়ী, ডেমরা, হাজারীবাগ ও মহাখালী এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- যাত্রাবাড়ীতে নির্মাণশ্রমিক নয়ন হাওলাদা (৪৫), ডেমরায় সাকিবুর রহমান (৩৫), হাজারীবাগে থাইমিস্ত্রি বিশাল (১৭) ও মহাখালীতে গৃহবধু ফরিদা বেগম (৪৫)। জানা যায়, গতকাল সকালে যাত্রাবাড়ীর সুতিখাল পাড় নতুন রাস্তা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নয়ন হাওলাদার। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। একই দিন হাজারীবাগ ঝাউচর এলাকায় একটি মাদ্রাসায় থাইগ্লাস লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বিশাল। তাৎক্ষণিকভাবে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, ডেমরায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন সাকিবুর রহমান নামে এক প্রকৌশলী। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রকৌশলী সাকিবুর রহমানের ভাই ডা. আতিকুর রহমান জানান, তিনতলার বাড়ির আন্ডারগ্রাউন্ডে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় সাকিবুর। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া মহাখালী টিভিগেট এলাকায় নিজ বাসায় ফরিদা বেগম (৪৫) নামে গৃহবধূর বিদ্যুৎস্পৃষ্ট হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন