শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সিরিয়ায় জাতিসংঘের দুই শতাধিক কর্মী করোনায় আক্রান্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ পিএম

বিশ্বে আতঙ্ক সৃষ্টিকারী কোভিড-১৯ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে। ব্যতিক্রম নয় যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াও। দেশটিতে কর্মরত জাতিসংঘের দুই শতাধিক কর্মীর দেহে মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগ শনাক্ত হয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তার বরাতে সোমবারের অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা চিঠি অনুযায়ী সিরিয়ায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি এবং হিউম্যানিটারিয়ান কোর্ডিনেটর ইমরান রাজার জাতিসংঘ সংস্থাগুলোর প্রধানদের চিঠি দিয়ে জানিয়েছেন, করোনায় আক্রান্ত এসব কর্মীকে যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা চলছে।
গত দুই মাস ধরে সিরিয়ায় মহামারি কোভিড-১৯ এর প্রকোপ বাড়ার মধ্যে দেশটিতে জাতিসংঘের এত কর্মীর ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার খবর আসলো। সিরিয়ায় করোনার দ্রুত বিস্তার নিয়ে ইতোমধ্যে মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে। তারা বলছে, নিয়ন্ত্রণে আনতে হলে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।
দেশটিতে সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা মাত্র ৩ হাজার ১৭১। মারা গেছেন ১৩৪। তবে আক্রান্তের সংখ্যা কম হলেও সিরিয়া বিপদমুক্ত নয় বলে আগেই সতর্ক করেছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সূত্র : রয়টার্স

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন