শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লাইকি ভিডিও বানাতে গিয়ে, যুবকের মুখ ঝলসে গেল

রাজারহাট(কুড়িগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ১:৩৪ পিএম

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধরখন্ড ক্ষেত্র আমিনুরের ছেলে মেহেদী হাসান স্বপন (১৮) এ্যাপ ভিত্তিক বিনোদন মূলক লাইকি ভিডিও বানাতে গিয়ে মুখ ঝলসে গেছে। অভাবের সংসারে ডাল ভাত কোন রকম দিন কাটাচ্ছিলো। বেশ কিছু দিন যাবত ধরে বন্ধুদের খপ্পরে পরে বায়না ধরে মায়ের কাছে মোবাইল কেনার জন্য। তার এহেন কর্মকাণ্ডের তাড়নার বাবা মা অতিষ্ঠ হয়ে ভুট্টা বিক্রি করার কিছু টাকা থেকে ১০ দশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনে দেন। এরপর স্থানীয় ছেলেদের দেখাদেখি সে লাইকি ভিডিও বানাতে ব্যস্ত হয়ে পড়ে। ছোট ছেলেদের নিয়ে বিভিন্ন রকমের বিনোদনমূলক লাইকি ভিডিও বানায় এবং তা লাইকি অ্যাপসে আপলোড করে। রবিবার ৬ সেপ্টেম্বর সকালের দিকে চাচাতো ভাই কে সঙ্গে নিয়ে লাইকি ভিডিও বানাতে চলে যায়। অনেকের সাথে পাল্লা দিতে গিয়ে মুখে পেট্রল নিয়ে,আগুন বের করার সময় তার মুখ ঝলসে যায়। তার চাচাতো ভাইয়ের চিৎকার চেঁচামেচি শুনে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তার মুখের ৮০ শতাংশ ঝলসে গেছে। ভুট্টা বিক্রির মোট ১৩হাজার টাকার মধ্যে ১০ হাজার টাকা দিয়ে মোবাইল কেনার পরে বাকী টাকা অভাবের সংসারে খরচ হয়ে গেছে। মেহেদীর মা বলেন টাকা তো সব শেষ এখন এখন চিকিৎসা কি দিয়ে করাই। অভারের সংসারে গ্রাম্য ডাক্তার ছাড়া আর কিছু করা সম্ভব নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন