শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৮৫ জন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ১:৩৯ পিএম

রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত এ বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৩ জনে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ২৬৮ জন এবং সুস্থ্য হয়েছেন ১৪ হাজার ১০৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪ হাজার ৭৩৫ জন।
দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রাজশাহীর ১০ জন, চাঁপাইনবাবগঞ্জের ১১ জন, নাটোরে ২৩ জন, বগুড়ায় ৩৬ জন ও সিরাজগঞ্জে ৫ জন। তবে নওগাঁ, জয়পুরহাট ও পাবনায় এ দিন কোন করোনা রোগি শনাক্ত হয়নি।
তিনি জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ৬ হাজার ৯৪৯ জন। এছাড়াও রাজশাহীতে ৪ হাজার ৬৬০ জন, চাঁপাইনবাবগঞ্জে ৭২৮ জন, নওগাঁয় ১ হাজার ১৮১ জন, নাটোরে ৮৯১ জন, জয়পুরহাটে ৯৭৯ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯৯১ জন ও পাবনায় ১ হাজার ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, সরকারি হিসেবে এ পর্যন্ত বিভাগের আট জেলায় মৃতের সংখ্যা ২৬৮ জন। এর মধ্যে রাজশাহীতে ৪২ জন, চাঁপাইনবাবগঞ্জে ১৪ জন, নওগাঁয় ১৭ জন, নাটোরে ৮ জন, জয়পুরহাটে ৬ জন, বগুড়ায় ১৬০ জন, সিরাজগঞ্জে ১২ জন ও পাবনায় ৯ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে।
এ পর্যন্ত রাজশাহী বিভাগে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৪ হাজার ১০৮ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীতে ৩ হাজার ৪১৪, চাঁপাইনবাবগঞ্জে ৫৬৯ জন, নওগাঁয় ১ হাজার ৬৪ জন, নাটোরে ৬৭৫ জন, জয়পুরহাট ২২৯ জন, বগুড়ায় ৫ হাজার ৯১৪ জন, সিরাজগঞ্জ ১ হাজার ৩২৩ জন ও পাবনায় ৯২০ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন