শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অবিলম্বে নারায়ণগঞ্জে বিস্ফোরণে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিন মানববন্ধনে বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ৫:১৪ পিএম

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের দায় এড়াতে পারে না তিতাসের কর্মকর্তারা। মসজিদের ভেতর দিয়ে তিতাস গ্যাসের লিকেজ মেরামতের জন্য কর্মকর্তাদের খবর দেয়া হলেও বিষয়টি আমলে নেয়নি তিতাস কর্তৃপক্ষ। যেসব কর্মকর্তার অবহেলার জন্য মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে মসজিদে হতাহতদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আজ সোমবার নারায়ণগঞ্জের চাষাড়াস্থ প্রেস ক্লাবের সামনে মসজিদে বিস্ফোরণে হতাহতদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান ও তিতাস কর্মকর্তাদের শাস্তির দাবিতে বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন। খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাওলানা কবির হোসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলার আমির আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি। এতে আরো বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা শেখ সাদী, নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আকতারুজ্জামান শাদিকী, মুফতি আবু বকর

মুফতি মুশফিকুর রহমান জামাল, মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা নুরুল্লাহ হাশেমী, মাওলানা বেলাল হোসাইন মাদানী, মাওলানা ইউসুফ, মাওলানা আরিফ হোসাইন, মাওলানা আব্দুল মালেক ও মাওলানা মেহেদী হাসান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন