বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

কুয়াকাটায় পাওনা টাকা পরিশোধ না করার জন্য আদালতে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে আ. রহিম ফরাজী। গতকাল সকাল ১০টায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে লিখিত বক্তব্যে আ. রহিম ফরাজী জানান, পটুয়াখালীর মহিপুর থানার মাইটভাঙ্গা গ্রামের ইউসুফ গাজীর সাথে তার পারিবারিকভাবে সুসম্পর্ক ছিল। দুজনই এক সময় প্রবাসে ছিল। ইউসুফ গাজী দেশে ফিরে শুটকি ব্যবসা শুরু করেন। ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন তারিখে আ. রহিম ফরাজীর নিকট থেকে ১০ লাখ টাকা গ্রহণ করেন। একপর্যায়ে ইউসুফ গাজী ব্যবসা বন্ধ করে ঢাকায় চলে যায়। রহিম ফরাজী যোগাযোগ করলে কখনও নগদ টাকা পরিশোধ করবেন আবার কখনও জমির দলিল সম্পাদন করে দিবেন এমন প্রতিশ্রুতি দিতে থাকেন। এভাবে প্রায় ১০ বছর অতিবাহিত হয়। প্রতারণার আশ্রয় নিয়ে মিথ্যা কাহিনী সাজিয়ে রহিম ফরাজীকে প্রধান আসামি করে তার বোনের জামাই মো. বাবুল ভূঁইয়া ও ভাগিনা মো. শাহিন ভূঁইয়ার নামে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এ ব্যাপারে অভিযুক্ত ইউসুফ গাজী জানান, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। তিনি আরও জানান, তাকে আলীপুর একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্প ও ব্যাংকের চেক নিয়েছেন আ. রহিম ফরাজী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন