শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

করোনা কাপ রাগবির সেরা সেনাবাহিনী

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

মুখে মাস্ক। মাথায় ওটি ক্যাপ। থার্মাল স্ক্যানার কপালে ধরে প্রত্যেকের গায়ের তাপমাত্রা মাপা হলো। মনোয়ারা হাসপাতালের চিকিৎসা কর্মীরা এ কাজে সহায়তা করেন। তারপরেই খেলায় নামেন খেলোয়াড়রা। ভাদ্রের তপ্ত রোদেও যেন এতটুকু ক্লান্তি নেই তাদের। গতকাল পল্টনস্থ আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দিনব্যাপী করোনা কাপ রাগবি প্রæতিযোগিতা। চার দলের খেলোয়াড়রা স্বাস্থ্যবিধি মেনেই করোনা কাপ রাগবি টুর্নামেন্টে খেলেছেন। লিগ ভিত্তিক খেলায় সেনাবাহিনী ১৩১ পয়েন্ট পেয়ে সেরার খেতাব জিতেছে আর বাংলাদেশ আনসার ৮১ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছে।
মহামারি করোনায় প্রায় পাঁচমাস বন্ধ ছিল খেলাধূলা। তাই মাঠে নামতে উদগ্রীব হয়ে উঠেছিলেন খেলোয়াড়রা। আনসার বাহিনীর সহকারী-পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) রায়হান উদ্দিন ফকির বলেন, ‘দীর্ঘদিন খেলা বন্ধ থাকায় ছেলে মেয়েরা মাঠে নামতে উদগ্রীব হয়ে পড়েছিল। তবে স্বাস্থ্য মন্ত্রনালয়ের মতামত এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কিছু খেলা শুরু হয়েছে। তাই আমাদের নতুন মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ছেলে মেয়েদের খেলায় ফিরতে উৎসাহিত করেছেন। করোনাকালের পর রাগবি খেলতে এসেই আমরা রানার্সআপ হয়েছি। বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসকে সামনে রেখে কাজ করছি। যাতে চ্যাম্পিয়ন শিরোপা ধরে রাখতে পারি।’ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেন, ‘করোনা কাপ নাম শুনে অনেকেই ভ্রু কুচকেছিলেন। কিন্তু মহামারির মধ্যেও আমরা সকর নিয়ম নীতি মেনে খেলা শুরু করেছি। মাঠে মনোয়ারা হাসপাতালের ডাক্তারদের চেম্বারও ছিল। যাতে তারা খেলোয়াড়দের পরীক্ষা করতে পারেন। তাছাড়া আমরা আগেই বলেছি, যাদের হাঁচি, কাশি কিংবা জ্বর রয়েছে, তারা খেলতে পারবে না। তাই আমরা অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে থার্মাল স্ক্যানার রেখেছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন