শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

অসহায় মায়ের পাশে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খাঁন গতকাল এক অহসায় মায়ের পাশে দাঁড়ালেন। জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের সোনাকান্দা গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা মা মাকসুদা বেগম ও দিনমজুর পিতা মালেক সরকারের একমাত্র কন্যার বিয়ের খরচ যোগাতে হিমসিম খাচ্ছিল। এ খবর পেয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খাঁন অসহায় মাকসুদা বেগমকে ডেকে এনে অফিসে নগদ অর্থ দিয়ে অসহায় মহিলার পাশে দাঁড়ান। এ সময় উপস্থিত ছিলেন, পদুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মনির হোসেন সরকার।
বৃদ্ধা মাকসুদা বেগম ইনকিলাবকে জানান, অনেক কষ্ট করে ৪ ছেলে ও ১ মেয়েকে বড় করেন তিনি। তার ছেলেরা ছোট-খাট কাজ করে অসুস্থ বাবাকে চিকিৎসা করছে এবং সংসার চালাচ্ছে। করোনায় তাদের কাজ কর্ম বন্ধ হয়ে গেছে। এরমধ্যে মেয়ের বিয়ে দিতে পারছিলেন না। এ অবস্থায় ইউএনও স্যারের কাছ থেকে আর্থিক অনুদান পেলাম তিনি, তাই এখন আর বিয়ে দিতে তার কষ্ট হবে না বলেও জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন