শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৬ মাস পর খুলছে তাজমহলের দ্বার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস রুখতে বিধিনিষেধ আরোপ হওয়ায় ছয় মাস বন্ধ থাকার পর খুলছে ভারতের প্রধানতম পর্যটন আকর্ষণ তাজমহল। উত্তর প্রদেশের পর্যটন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। ২১ সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে মুঘল শাসনামলের অসামান্য এ নিদর্শন। রাজ্যটির পর্যটন বিভাগের ডেপুটি ডিরেক্টর অমিত শ্রীভাস্তভা বলেন, ‘২১ সেপ্টেম্বর তাজমহল খুলে দেয়া হবে। দর্শনার্থীদের কভিড-১৯ প্রটোকল মেনে চলতে হবে যেমন সামাজিক দ‚রত্ব রক্ষা করা এবং মাস্ক পরা বাধ্যতাম‚লক।’ এদিকে সংক্রমণের মারাত্মক হটস্পটে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। দৈনিক সংক্রমণে টানা রেকর্ডে বৈশ্বিক তালিকায় ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশটি। করোনা সংক্রমণে ভারতের সামনে এখন কেবল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের চেয়ে দৈনিক দ্বিগুণ সংক্রমণের এই ধারা অব্যাহত থাকলে করোনায় সবচেয়ে বিধ্বস্ত ওই দেশটিকেও ছাড়িয়ে যাবে ভারত। মঙ্গলবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, ভারতে মোট ৪২ লাখ ৮৪ হাজার ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭২ হাজার ৮৪৩ জন। আল-জাজিরা।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন