বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

যুক্তরাষ্ট্রের নিউজারসির আটলান্টিক সিটিতে ‘ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি’র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

যুক্তরাষ্ট্র সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ৯:০৩ এএম

যুক্তরাষ্ট্রের নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতে স্থাপিত হতে যাচ্ছে ‘ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি’। গত আট সেপ্টেম্বর, মঙ্গলবার আটলান্টিক সিটির ১৬, উওর ফ্লোরিডা এভিনিউতে ইসলামিক সেন্টার ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়। এই উপলক্ষ্যে ঐদিন দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল সুহৃদ সমাবেশ, কথামালা, বারবিকিউ ইত্যাদি

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন, কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ । অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, কংগ্রেসওম্যান পদে প্রতিদ্বন্দ্বীতাকারী এমি কেনেডী, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল ফ্রি হোলডার কারেন প্যাট্রিক, আটলান্টিক কাউন্টির শেরিফ এরিক শেফলার, আটলানটিক কাউন্টি ডেমোক্র্যাট চেয়ারপারসন মাইক সুলেমান, আটলানটিক সিটির পুলিশ প্রধান হেনরী হোয়াইট প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আটলান্টিক সিটির কাউন্সিলর কলিম শাহবাজ, মো: হোসাইন মোর্শেদ, আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সভাপতি জন ডাবলিন, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাধারন সমপাদক সোহেল আহমদ, আটলান্টিক সিটি প্রেস ক্লাবের সভাপতি আকবর হোসেন, ইমাম মো: আমিন, ইমাম শেখ তৌফিক আজিজ, ক্রেগ ক্যালাওয়ে, ফ্রি হোল্ডার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সেলেসথা ফারনানদেজ, থেলমা উইদারস্পুন, মাইকেল, রিয়াজ রাজপুত প্রমুখ। অনুষঠানে বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। অনুষ্ঠান সনচালনায় ছিলেন ইসলামী সেন্টার এর অন্যতম প্রধান উদ্যোক্তা ইকবাল হোসেন।

অনুষঠানে বক্তারা এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ইসলামিক সেন্টার এর উন্নয়নে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন। আলোচনা সভা শেষে অতিথিরা শাবল হাতে মাটি খুঁড়ে ইসলামিক সেন্টার এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি কংগ্রেসম্যান জেফ ভ্যান ড্রিউ ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি’র অন্যতম প্রধান উদ্যোক্তা ইকবাল হোসেন এর হাতে ‘কংগ্রেসনাল প্রোকলেমেশন’ তুলে দেন।

ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি’র নির্মাণ কাজের শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের, মতের মানুষের মহামিলন ঘটেছিল।

উল্লেখ্য , তিনতলা বিশিষ্ট ইসলামিক সেনটারে হিফজুল কোরান মাদ্রাসা, ইসলামিক কমিউনিটি সার্ভিস, আফটার স্কুল প্রোগ্রাম সহ বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম চালু করা হবে। উদ্যোক্তরা জানিয়েছেন, আগামী গ্রীষ্মের আগেই তাঁরা ইসলামিক সেন্টারের কার্যক্রম শুরু করতে পারবেন।
ইসলামিক সেন্টার অব আটলান্টিক সিটি’র উদ্যোক্তাদের পক্ষে ইকবাল হোসেন ও মো: আবদুর রহিম আটলান্টিক সিটির সর্বস্তরের জনগনকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করে তা সফল করায় ধন্যবাদ জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন