বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খাস জলাশয় পুনরুদ্ধার করে মাছ চাষের আওতায় আনতে হবে- আমু এমপি

নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ৩:১১ পিএম

১৪ দলের মুখপাত্র, সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেন, যে সব খাস জলাশয় পরিত্যক্ত বা বেদখল আছে সেগুলো পুনরুদ্ধার করে মৎস্য চাষের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে ঝালকাঠির নলছিটিতে মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে কথা বলেন তিনি। এমপি বলেন, যারা ব্যক্তিগতভাবে মাছ চাষ করতে চায় সরকার তাদেরকেও সব ধরনের সহযোগিতা করবে।

মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় উপ-পরিচালক আনিচুর রহমান, জেলা আওয়াামী লীগ সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহম্মদ সাখাওয়াত হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল, উপজেলা পরিষদ'র মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃঞ্চ ওঝা, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, পৌর আ'লীগের সম্পাদক জার্নধন দাস প্রমুখ।

পরে সুগন্ধা নদীসহ উপজেলার বিভিন্ন পুকুর ও জলাশয়ে ৩৩৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন