শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গ্রিসে শরণার্থী শিবিরে ফের অগ্নিকান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

গ্রিসের লেসবস দ্বীপে ঘনবসতিপূর্ণ একটি শরণার্থী শিবিরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকালের এ ঘটনায় শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে হাজার হাজার মানুষ চারদিকে পালিয়ে যেতে শুরু করে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ফায়ার ব্রিগেডের একজন কর্মকর্তা জানিয়েছেন, মরিয়া ক্যাম্প নামের ওই শিবিরটিতে ঠিক কী কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। এর আগে গত মার্চেও শিবিরটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সে সময় এক শিশুর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার আগুনের সূত্রপাত হওয়ার পর তারা লোকজনকে তাদের জিনিসপত্র নিয়ে ক্যাম্প ছাড়তে দেখেছেন। ফায়ার ব্রিগেড কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের সহায়তায় অন্তত ২৫ জন অগ্নিনির্বাপণকর্মী ১০টি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মরিয়া ক্যাম্প নামের ওই শিবিরে ১২ হাজারেরও বেশি শরণার্থীর বসবাস; যা সেখানকার ধারণক্ষমতার চেয়ে চার গুণ বেশি। শিবিরটির জীবনযাত্রার নিম্ন মান নিয়ে বরাবরই সমালোচনা করে আসছে দাতব্য সংস্থাগুলো। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন