শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কবরের বাঁশ কাটতে গিয়ে সর্প দংশনে যুবকের মৃত্যু

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ২:২০ পিএম | আপডেট : ২:৩০ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জে মৃত স্কুল শিক্ষকের দাফনের জন্য কবরের বাঁশ কাটতে গিয়ে সাপের ছোবলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় পৌর এলাকার ধেররা খান বাড়িতে।

মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ধেররা খান বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রুস্তম খান(৮০) ইন্তেকাল করেন। মরহুমের কবরের জন্য বাঁশ কাটতে যায় একই বাড়ির মমিন খানের ছেলে মোহাম্মদ জামাল খান। সময়ে বাঁশঝাড়ে থাকা বিষাক্ত সাপের ছোবলে আহত হয় জামালখান।

স্থানীয়দের সহযোগিতায় জামালখান কে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১১ টা ৫০ মিনিটে মোহাম্মদ জামাল খান চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তাদের দু'জনকেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাজিগঞ্জ পৌরসভার মেয়র মাহাবুব-উল আলম লিটন এমন মর্মান্তিক মৃত্যুর খবরে ঘটনাস্থলে ছুটে যান। তিনি সাংবাদিকদের জানান, স্কুল শিক্ষক রুস্তম খান প্রবীণ ব্যক্তি ছিলেন। তার মৃত্যু স্বাভাবিক হলেও তার সম্পর্কে নাতি জামাল খানের সর্প দংশনে মৃত্যুর ঘটনা পুরো এলাকাকে শোকাহত করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন