শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

বিনোদন প্ল্যাটফর্ম বিনজ্ নিয়ে এসেছে পাঁচটি নতুন নাটক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৬ এএম

ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম বিনজ্-এ চলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে সম্পুর্ন নতুন পাঁচটি অরিজিনালস। কনটেন্টগুলোর মধ্যে দর্শকরা একটি পারিবারিক থ্রিলারধর্মী টেলিফিল্মসহ সাম্প্রতিক সময়ে পরিবার এবং সমাজে বিদ্যমান গল্পকে উপজীব্য করে তৈরি চারটি নাটক উপভোগ করতে পারবেন। পারিবারিক নানা ঘটনা নিয়ে তৈরি টেলিফিল্ম ‘কুপন’ পরিচালনা করেছেন নাজমুল নবীন। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও ইন্তেখাব দিনার। টেলিফিল্মটির নির্বাহী প্রযোজক আর বি প্রীতম। নাটকগুলোর মধ্যে নদী তীরবর্তী এলাকায় বসবাসরত মানুষের জীবনধারাকে ভিত্তি করে নির্মান করা হয়েছে থ্রিলারধর্মী কনটেন্ট ‘হারেস’। এটির চিত্রনাট্যকার ও পরিচালক ওয়াসিম সিতার। এতে অভিনয় করেছেন ইফতেখার আহমেদ ফাহমি, নাজিয়া হক অর্ষা, হিন্দল রায়, নাসির উদ্দিন খান, আনোয়ার হোসেন প্রমুখ। পারিবারিক আবহে নির্মিত ‘আমাদের সংসার’ নাটকটির গল্প লিখেছেন মারুফ রেহমান। পরিচালনা করেছেন সহিদ উন নবী। এতে বিভিন্ন চরিত্রে কাজ করেছেন তমাল মাহবুব, টুটুল আহমেদ, রুমানা স্বর্ণা, সাজ্জাদ রেজা, মৌরি সেলিম প্রমুখ। এছাড়া সামাজিক অপরাধমূলক নাটক ‘নয় ছয়’ পরিচালনা করেছেন ফারহান তন্ময়। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রুমানা আক্তার, কেয়া আক্তার পায়েল, হেদায়েত নান্নু। আর তানিম রহমান অংশু পরিচালিত থ্রিলারধর্মী ‘সেলুলয়েড’ নাটকটিতে আছেন জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, শাহজাহান সম্রাট, মনিষা শিকদার, রিয়াদ আল ফয়সাল বাপ্পী। সবগুলো নাটকই ছোট এবং বড় স্ক্রিনে (স্মার্ট টিভি এবং অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট) হাইয়ার ডেফিনিশন-এইচডি’তে দেখা যাবে। যেকোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে দর্শকরা বিনজ্-এর কনটেন্ট দেখতে পারবেন। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিনজ্ অরিজিনাল কনটেন্ট উপভোগ করতে দর্শকদেরকে গুগল প্লে স্টোর থেকে বিনজ্ মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে হবে। বর্তমানে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য তিনটি সাবসক্রিপশন প্যাকেজ রয়েছে। যেগুলোর খরচ যথাক্রমে দিনে ১০ টাকা, সপ্তাহে ৪০ টাকা ও মাসে ৯৯ টাকা করে (ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ ছাড়া)। টিভিতে বিনজ্-এর কনটেন্ট দেখতে গ্রাহকদের একটি অ্যান্ড্রয়েড স্মার্ট ডিভাইস কিনতে হবে। এক হাজার টাকা ছাড়ে এ ডিভাইসটি এখন ৩৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ডিভাইসটি কার্যকর করতে প্রয়োজন এইচডিএমআই পোর্টসহ একটি টিভি এবং ইন্টারনেট সংযোগ। সেবাটির মাসিক সাবস্ক্রিপশন ফি ৩৯৯ টাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন