শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নিরাপত্তা নেই মানুষের

বিবৃতিতে পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৫ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মানুষের জান মাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই। সর্বত্র সাধারণ মানুষ আতঙ্কিত। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম এর ওপর সরকার দলীয় সন্ত্রাসী হামলায় জনগণকে আরো আতঙ্কিত করে তুলেছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরাই যেখানে নিরাপত্তাহীনতায় ভুগছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোন পর্যায়ে তা সহজেই অনুমেয়। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে সততার সাথে কাজ করে দিনাজপুরের ইউএনও ওয়াহিদা খানমকে উপজেলার সরকারি কোয়াটারে দুর্নীতিবাজ সন্ত্রাসীদের হামলার শিকার হতে হয়েছে, যা রাষ্ট্রের জন্য চরম লজ্জাজনক বিষয়।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই বলেন, রাষ্ট্র একজন সরকারি কর্মকর্তাকেও নিরাপদ দিতে ব্যর্থ হয়েছে। ইউএনও এর ওপর সন্ত্রাসী হামলাকে ভিন্নখাতে প্রবাহিত না করে ঘটনার আসল রহস্য উদঘাটন করলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে। এর সাথে রাঘব বোয়াল কারা জাড়িত। কাজেই ঘটনার মূল রহস্য খুঁজে বের করাই হবে রাষ্ট্রের কাজ।
তিনি বলেন, সেইসাথে রাষ্ট্র এবং সরকারি দল ও জোটের সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সব সেক্টর ও কমিটির নেতাদেরকে দুর্নীতিমুক্ত করাই হবে দেশ জাতি ও ভবিষৎ প্রজন্মের জন্য বড় উপহার।
আজ বাদ জুমা বিক্ষোভ সমাবেশ : নারায়ণঞ্জে তিতাস গ্যাস কোম্পানীর অবহেলায় মসজিদে বিস্ফোরণে হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং দোষীদের শাস্তির দাবিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী। সভাপতিত্ব করবেন নগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ। ঈমানদার জনতাকে বিক্ষোভে শামিল হওযার আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন