শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ এএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউড়ঝাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত সফিকুল ইসলাম খাটু (৩০) উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউড়ঝাড়ী ছোট চডুইগেদি গ্রামের মৃত মো. আব্দুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সীমান্তের ওপারে ৭০/৮০ গজ ভিতরে ভারতের বড়বিল্লা ১৭১ বিএসএফ সীমান্তে ৩৮০/৪ এস এবং ৩৭১ এর মাঝামাঝি স্থানে বিএসএফ সড়কের কালভার্টের নীচে ফেনসিডিল আনতে গেলে বিএসএফ ক্যাম্পের জওয়ানরা তাকে লক্ষ করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে তার লাশ সঙ্গী নঈমুল হক (৩০), বাবুদ (২২), দুলাল (৩০) এবং আনিসুর রহমান (৩৪) ঘাড়ে করে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসে।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক ৫০ বিজিবি অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি বেউড়ঝাড়ী সীমান্তে ঘটেছে। তবে কি ভাবে মৃত্যু হয়েছে এ বিষয়টি নিশ্চিত না। বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এ ব্যাপারে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack Ali ১১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৫ এএম says : 0
We liberated our Beloved country to be killed by the India and also by our government--
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন