শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ছাদের ভরে চলা গাড়ি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের এক নাগরিক চাকা ও ছাদের ভরে গাড়ি চালিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছেন। মার্কিন নাগরিক ১৯৮৫ সালের একটি পুরানো ভ্যান কিনে এটিকে কাস্টমাইজ করেছেন। ফলে গাড়িটি চাকার ভরে আবার উল্টে ছাদের ভরে চলতে সক্ষম হয়েছে। এমনকি গাড়িটিকে সামনে ও পেছনে উভয় দিকে চালিয়ে নেয়া যায়।
বার্কলির বাসিন্দা নওম্যান চলন্ত ভ্যানটি উল্টে ফেলেন। ভ্যানের উপরের অংশটি নীচে এবং টায়ারের অংশটি আকাশের দিকে করে দেন। এরপর লোকটি গাড়ির ছাদে ছোট ছোট চাকা লাগিয়ে দেন। গাড়ি চালানোর জন্য গাড়ির পেছনে একটি ড্রাইভিং সিট তৈরি করুন। অর্থাৎ গাড়ির সামনের এবং পেছনের উভয়ই দিককেই সামনের অংশ বলা যেতে পারে।
নওম্যান গাড়িটি উল্টোপাল্টা করার পরে গাড়ীতে প্রবেশের জন্য ফটক তৈরি করেন, যা সোজা এবং উল্টানো উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে এবং এখন চালককে গাড়ি চালাতে সোজা করতে হয়না এবং নিচে টায়ার ব্যবহার করার কারণে চলার সময় আর গাড়িটিকে উল্টে নিতে হয় না। সূত্র : জং অনলাইন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন