শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নির্বাচন সাদেকুর রহমান সভাপতি পুনঃনির্বাচিত

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) নির্বাচনে সাবেক সভাপতি সাদেকুর রহমান পুনঃনির্বাচিত হয়েছেন। ৩৯টি পদের মধ্যে সাদেকুর রহমানের প্যানেল ৩৮টি পদে বিজয়ী হয়েছেন। শুধু সংগ্রাম পরিষদ থেকে সদস্য পদে জাকির হোসেন রনি নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির কমিটি ৩৯ জনের। এর মধ্যে ১ জন সভাপতি, ৪ জন সহ-সভাপতি ও ৩৪ জন সদস্য। কমিটির মেয়াদ ২ বছর (২০১৬-১৮)। দেশের সব ফার্মেসিতে মানসম্মত ওষুধ প্রাপ্তির নিশ্চতায় ও বাজার থেকে নকল ভেজাল ও মানহীন ওষুধ বিক্রি বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করলেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নবনির্বাচিত প্রতিনিধি সংগ্রাম পরিষদের জাকির হোসেন রনি। জাকির হোসেন রনি জানান, ফার্মেসিগুলোতে যাতে মানসম্মত ওষুধ পাওয়া যায় সেদিকে নজর দেয়া হবে। এজন্য কোম্পানিগুলোর বিশেষ ভ‚মিকা নেয়া দরকার। দোকানিদের সুবিধা বাড়িয়ে দিলে মানহীন ওষুধ বিক্রিতে তারা নিরুৎসাহী হবেন। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো কোম্পানিগুলো যেন নিজ উদ্যোগে বাজার থেকে তুলে তা ধ্বংস করে দেয়। তাহলে অসৎ ব্যবসায়ীরা সেটিতে তারিখ পরিবর্তন করে পুনরায় বিক্রির সুযোগ পাবে না। এতে সৎ ব্যবসায়ীরাও ভ্রাম্যমাণ আদালত ও প্রশাসনের বিভিন্ন হয়রানি থেকে রেহাই পাবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন