বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

চিঠিপত্র

বিশ্ববিদ্যালয়ে আমেরিকান স্টাডিজ কোর্স চালুকরণ প্রসঙ্গে

| প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

যুগ এবং প্রয়োজনীয়তাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিত্য নতুন কোর্স বা বিভাগ চালু করার বিষয়টি এখন যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। ছাত্রছাত্রীদের কর্মসংস্থান, সেই সঙ্গে দেশের অর্থনৈতিক সূচকসহ অন্যান্য সূচকগুলিকে পৃথিবীর উন্নত দেশগুলির সাথে সমান তালে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অধুনা বিশ্ববিদ্যালয়গুলিতে নিত্য নতুন কোর্স বা বিভাগ চালু করার অব্যাহত প্রচেষ্টা লক্ষ করা যায়। এমনি একটি উদ্যোগের অংশ হিসাবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাপানিজ স্টাডিজ’ নামক একটি অনার্স কোর্স বা বিভাগ চালু করণের কথা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, কর্মসংস্থান এইরূপ আরও বেশ কিছু কারণে জাপান আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দেশ এবং সে কারণে দেশটি সর্ম্পকে সম্যক ধারণা বা জ্ঞান অর্জনের বিষয়টিকে কোনভাবেই খাটো করে দেখা যায় না। কিন্তু সাথে সাথে এ কথা বললে নিশ্চয় অযৌক্তিক হবে না যে, ব্যবসা, বাণিজ্য, সামরিকসংক্রান্ত, প্রযুক্তি, শিক্ষা, গবেষণা এইরূপ আরও বেশ কিছু কারণে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। যে কারণে পৃথিবীর অনেক দেশেই ‘আমেরিকান স্টাডিজ’ বিষয়টি ইতোমধ্যে চালু হয়েছে। অতএব, বিজ্ঞান ও প্রযুক্তি, পারমাণবিক গবেষণাসহ অন্যান্য গবেষণা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এক কথায় পৃথিবীর উন্নত দেশগুলির সাথে সমান তালে এগিয়ে যাওয়ার স্বার্থে সরকার এবং বিশ^বিদ্যালয়গুলির কর্তৃপক্ষসহ সকল সংশ্লিষ্ট মহল বাংলাদেশে ‘আমেরিকান স্টাডিজ’ কোর্সটি চালু করার কথা সক্রিয়ভাবে বিবেচনা করবেন বলে প্রত্যাশা রাখি।

টি, এম, এইচ, আলমগীর,
বাগবাড়ী হাউজ, সূত্রাপুর, বগুড়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন