শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সভাপতি হাদী সম্পাদক সজল

৩১তম বিসিএস অ্যাসোসিয়েশন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

৩১তম বিসিএস অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক কাউন্সিল-২০২০ এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হয়েছেন ফ্যামিলি প্লানিং ক্যাডারের আব্দুল্লাহ আল হাদী ও সাধারণ সম্পাদক হয়েছেন পুলিশ ক্যাডারের মৃত্যুঞ্জয় দে সজল। নতুন কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন সমবায় ক্যাডারের আবুল খায়ের হিরো। গত শুক্রবার ১৫১ সদস্যদের নতুন পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করা হয়। গতকাল শনিবার সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- খাদ্য ক্যাডারের কাজী সাইফুদ্দিন অভি (খাদ্য), পুলিশ ক্যাডারের এফ এম ফয়সাল সুমন, আনিস উদ্দিন বাহাদুর মিঠু, সাইফুল ইসলাম মিলন, আহসান খান রবিন, সামসুজ্জামান বাবু, শিক্ষা ক্যাডারের চন্দ্র শেখর হালদার মিল্টন, কাস্টমস ক্যাডারের ইফতেখার আলম ভুঁইয়া। সহ-সভাপতি করা হয়েছে প্রশাসন ক্যাডারের মাহমুদা আক্তার, সৈয়দ ফয়েজুল ইসলাম উজ্জ্বল, কাস্টমসের মহিউদ্দিন ও হাবীব শাহীন, শিক্ষার রহিমা আক্তার রোজি, স্বাস্থ্যের সাইফুল ইসলাম ও জাবেদ হোসেন, ফ্যামিলি প্লানিংয়ের ফারুক আল ফয়সাল, পুলিশের কাজী শাহ্ নেওয়াজ, মুহিত চৌধুরী।

যুগ্ম সাধারণ সম্পাদক হলেন পুলিশের হারুনুর রশিদ, প্রশাসনের নাহিদ হাসান, স্বাস্থ্যের রহমান শুভ্র, কাস্টমসের আসমা আক্তার, ট্যাক্সের রাশেদ রেজা ডিকেন, পরিসংখ্যানের মোবারক হোসেন, রেলওয়ের শাহ্ আলম কিরণ শিশির, প্রশাসনের আরিফুল ইসলাম রাসেল, কৃষির সুব্রত কুমার দাস শুভ, রোডস এন্ড হাইওয়ের অনিন্দ্য মাহাবুব, কাস্টমসের কেফায়ত মজুমদার ও তথ্যের মাহফুজুল ইসলাম।

সাংগঠনিক সম্পাদক হলেন পররাষ্ট্রের শামিমা ইয়াসমিন স্মৃতি প্রশাসনের ফিরোজ মোহাম্মদ নাঈম, মো. নুরুন্নবি সোহাগ ও নাজমুল ইসলাম রাজু, পুলিশের মুহিত কবির সেরেনিয়াবাত, শাহাবুদ্দিন কবির জুয়েল ও ইফতেখায়রুল ইসলাম, পোস্টালের মো. তরিকুল ইসলাম, পিডব্লিইডির আব্দুল্লাহ আল মামুন রনি, তথ্যের হাস্নাতুল আজম প্রিন্স, কৃষির এম জে কবির জুয়েল, ফ্যামিলি প্ল্যানিংয়ের সবুজ হাওলাদার, শিক্ষার মুশফিকুর রহমান, স্বাস্থ্যের জাকারিয়া হিমেল রুপম।

প্রচার সম্পাদক হয়েছেন কাস্টমসের আমিনুল ইসলাম ইমন, দপ্তর সম্পাদক প্রশাসনের - আহসান হাবীব জিতু, আন্তর্জাতিক সম্পাদক পররাষ্ট্রের হাসান আব্দুল্লাহ তৌহিদ, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক পররাষ্ট্রের মৌমিতা জিন্নাত, সাংস্কৃতিক সম্পাদক প্রশাসনের মোশারেফ হোসেন মিলু, প্রকাশনা সম্পাদক ট্যাক্সের আহসান উল্লাহ রাসেল, পরিবেশ সম্পাদক ট্যাক্সের নাজমা পারভিন, ট্যাক্সের মিডিয়া সম্পাদক নাজমুল ইসলাম, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তথ্যের আবু নাসের, ক্রীড়া সম্পাদক পুলিশের মোস্তফা কামাল, ইনোভেশন সম্পাদক পিডব্লিইডির সাইফুজ্জামান চুন্নু।
এ ছাড়া মনিটরিং অ্যান্ড ইভালুশন সম্পাদক ওসমান গনি শিশির (লাইভ স্টোক), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহিউল আলম (স্বাস্থ্য), শিক্ষা সম্পাদক মো. আবুল বাসার (শিক্ষা), রিসার্স ও ডকুমেন্টেশন শাকিল আহমেদ ( পোস্টাল), কমিউনিকেশন সম্পাদক আসাদুজ্জামান সুমন (প্রশাসন), পূর্ত সম্পাদক সুব্রত বিশ্বাস (পিডব্লিইডি), সাহিত্য সম্পাদক- মিল্টন রয়- (প্রশাসন), মহিলা বিষয়ক সম্পাদক মাসুমা জান্নাত সুমী (কৃষি)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন