শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ওপর গ্রিসের পুলিশি হামলা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩১ এএম

প্রথম তাঁবুতে আগুন তার তাদের ওপর বর্বর হামলা চালানো হলো অসহায় হাজার হাজার শরণার্থীর ওপর। এদিকে গ্রিসের রাস্তায রাস্তায় হাজার হাজার শরণার্থী অসহায় অবস্থায় পড়ে আছেন।

গ্রিসের লেসবস দ্বীপে শরণার্থী ও রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের শিবিরে, ৫দিন আগে অগ্নিকাণ্ডের পর, কর্তৃপক্ষ এদের অন্য শিবিরে সরিয়ে নিতে চাইলে তারাএ বিক্ষোভ শুরু করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ওপর কাঁদানে গ্যাস ব্যবহার করে।

বর্তমানে আনুমানিক ১১, ৫০০ শরণার্থী খোলা আকাশের নিচে বসবাস করছেন। জাতিসংঘ শরণার্থী দপ্তর জানায়, শিশু, মহিলা, বয়োজ্যেষ্ঠ এবং প্রতিবন্দিসহ হাজারহাজার ঝুঁকিপূর্ণ শরণার্থীদের রাস্তায়, খেতে এবং সমুদ্র সৈকতে ঘুমোতে দেখা যায়।

শরণার্থী দপ্তরের মুখপাত্রী, সাবিয়া মান্টো বলেছেন, তাঁর সংস্থা গ্রিক কর্তৃপক্ষের প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় প্রাথীদের সহায়তা এবং রক্ষার আবেদন জানিয়েছে । তিনি বলেন করোনা সঙ্কটের কারণে, পরিস্থিতি এখন আরো ভয়াবহ, কারণ সংক্রমিতদের প্রয়োজন বিশেষ সেবা-যত্ন, বিচ্ছিন্ন থাকা এবং উপযুক্ত চিকিৎসা-সেবা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack Ali ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৪ এএম says : 0
In Middle east nearly billion kafir works then why these country take our refugee brother and sisters..???
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন