শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিক্ষোভে টিয়ার গ্যাস নিক্ষেপ গ্রিস পুলিশের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

গ্রিসের লেসবস দ্বীপের মরিয়া ক্যাম্প আগুনে ভস্ম হওয়ার পর খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন হাজার হাজার অভিবাসী। এ দ্বীপটিতে অনেকটা বন্দি জীবন থেকে মুক্তির দাবিতে এবং নতুন করে ক্যাম্প নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ করছেন তারা। তাদের বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে গ্রিসের পুলিশ। খবর বিবিসি। মাত্র তিন হাজার ধারণক্ষমতার মরিয়া ক্যাম্পে ১৩ হাজারের মতো অভিবাসীর বসবাস। গত বুধবার আগুনে ক্যাম্পটি পোড়ার পর তারা দ্বীপটি ছাড়ার জোর দাবি জানিয়ে আসছে। তাদের সঙ্গে দ্বীপের বাসিন্দারাও নতুন করে ক্যাম্প নির্মাণের বিরোধিতা করেছেন। সহায়তাকারীদের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করেছেন তারা। এত বাধা সত্তে¡ও গ্রিক সেনাবাহিনী প্রতিস্থাপন ক্যাম্প তৈরি শুরু করেছে। গত বুধবার ক্যাম্পটিতে আগুন লাগার পর থেকে মাঠে ও রাস্তায় রাত কাটাচ্ছেন ৭০টি দেশের অভিবাসীরা, যাদের বেশির ভাগই আফগানিস্তানের। শুক্রবার অভিবাসীরা মরিয়া ক্যাম্পের বাইরে রাস্তায় পুলিশি বেষ্টনী টপকে যেতে চেষ্টা করেছিল। ‘মুক্তি’ পাওয়ার দাবি জানিয়ে তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা সেøাগান। স্থানীয়রা তাদের সঙ্গে যোগ দেন। দ্বীপের এক স্থানীয় নেতা ভানজেলিস ভায়োলাজিস বলেছেন, আমরা আরেকটি ক্যাম্প চাই না। যে কোনো ধরনের নির্মাণকাজের বিরোধিতা করা আমরা। পাঁচ বছর ধরে আমরা এ পরিস্থিতির মুখোমুখি হয়েছি, এখন এ বোঝা অন্যদের বহন করার সময়। লেসবস দ্বীপের এ ক্যাম্পে আগুন লাগার পরপর কাছের শহরে যেতে চেষ্টা করেছিলেন অভিবাসীরা। কিন্তু তাদের ঠেকিয়ে দেয় নিরাপত্তা বাহিনী। প্রতিবাদী গান গেয়ে ও প্লাস্টিক বোতল বাজিয়ে তারা শুক্রবার বিক্ষোভে যোগ দেন। তাদের একটাই দাবি, লেসবস ছাড়ার অধিকার। বিবিসি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন