শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

৭ম বিএমজেএ মিউজিক অ্যাওয়ার্ড-২০১৯ ঘোষণা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

২০১৯ সালের জন্য সঙ্গীতের বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ)। গতকাল বিএমজেএ তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে এই ঘোষণা দেয়। করোনা সংক্রমণের কারণে এবার প্রথাগতভাবে সরাসরি মঞ্চে পুরস্কার ঘোষণা ও প্রদানের বদলে অনলাইনে পুরস্কার ঘোষণা করেছে। এবারের ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০১৯’ বিজয়ীরা হলেন, আজীবন সম্মাননা সাবিনা ইয়াসমিন, সেরা সঙ্গীতশিল্পী আসিফ আকবর (গান- চুপচাপ কষ্টগুলো), সেরা গীতিকার আসিফ ইকবাল (গান-তোমায় নিয়ে), সেরা সুরকার প্রিন্স মাহমুদ (গান: ২১-৫২)। সেরা সঙ্গীত পরিচালক- হাবিব ওয়াহিদ (গান-অবুঝপনা)। সেরা শিশুশিল্পী- আতিকা রহমান মম (গান-ও দাদু রাজ্জাক দাদু)। সেরা প্রযোজনা প্রতিষ্ঠান- ধ্রুব মিউজিক স্টেশন এবং বিশেষ জুড়ি অ্যাওয়ার্ড (সঙ্গীতশিল্পী) বদরুল হাসান খান ঝন্টু (গান: নীল জোছনা)। বিএমজেএ জানিয়েছে, চলতি বছরের মার্চের শেষে আনুষ্ঠানিকভাবে বিএমজেএ অ্যাওয়ার্ড প্রদানের কথা থাকলেও করোনা সংক্রমণের কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়। কিন্তু করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় ভার্চুয়ালভাবেই ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০১৯’ ঘোষণা করা হয়েছে এবং বিজয়ীদের হাতে পুরস্কার পৌঁছে দেবার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন