শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে শাহনূর

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

চলচ্চিত্রে অভিনয়, মাঝে মাঝে খন্ড নাটকে অভিনয়, রাজনৈতিক ব্যস্ততা এবং সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে জড়িয়ে থাকার কারণে ধারাবাহিক নাটকে খুব কম অভিনয় করা হয় চিত্রনায়িকা শাহনূরের। দীর্ঘদিন পর তিনি নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ‘চিটার’। নাটকটি রচনা করেছেন আপন হাসান এবং নির্মাণ করছেন তন্ময় পারভেজ। এরইমধ্যে ধারাবাহিকটির শুটিং-এ অংশ নিয়েছেন শাহনূর। পূবাইলের একটি শুটিং বাড়িতে এই নাটকের শূটিং-এ অংশ নেন তিনি। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে শাহনূর বলেন, ‘শেষ কবে ধারাবাহিক নাটকে অভিনয় করেছি তা স্পষ্ট মনে নেই। তবে ইচ্ছে করে ধারাবাহিক নাটকে অভিনয় করতে। কিন্তু গল্প এবং চরিত্র যদি আমার সঙ্গে মানানসই না হলে আগ্রহ থাকে না। চিটার নাটকটির গল্প সমসাময়িক এবং আমার চরিত্রটিও আমার কাছে ভালো লেগেছে। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’ এদিকে শাহনূর অভিনীত জাতির জনকের জন্মশত বার্ষিকী’তে মুজিব বর্ষের বিশেষ ওভিসি (অনলাইন বিজ্ঞাপন) ‘মুজিব তোমায় কথা দিলাম’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্তির থিম নিয়ে ওভিসি’টির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গুনী নির্মাতা গাজী ফারুক। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা শাহনূর। এই কাজটির জন্যও বেশ সাড়া পাচ্ছেন শাহনূর। শাহনূর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’র (কেন্দ্রীয় কমিটি) চলচ্চিত্র বিষয়ক সম্পাদক। চিত্রনায়িকা শাহনূরের সিনেমায় পথচলা শুরু হয়েছে আজ থেকে দুই দশক আগে। জিল্লুর রহমান ময়না পরিচালিত ‘জিদ্দী সন্তান’ সিনেমাতে অভিনয় এবং মুক্তির মধ্যদিয়ে চলচ্চিত্রে শাহনূরের যাত্রা শুরু হয়। এই সিনেমাতে তিনি রুবেলের বিপরীতে অভিনয় করে শুরুতেই বেশ প্রশংসিত হয়েছিলেন। প্রথম সিনেমায় তার অভিনয় এবং সৌন্দর্য্যের জন্য বেশ প্রশংসিত হন। শাহনূর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ফাঁসির আদেশ’, ‘স্বপ্নের বাসন’, ‘হাজার বছর ধরে’, ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘শেষ যুদ্ধ’,‘ রাজধানী’, ‘নয়ন ভরা জল’, ‘প্রেম সংঘাত’, ‘সাহসী মানুষ চাই’, ‘অপহরণ’, ‘মহাতান্ডব’ ইত্যাদি। তার অভিনীত প্রথম নাটক ‘কুয়াশার শেষ চিঠি’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন