বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

১৫ সেপ্টেম্বর বস্ত্র-পাট মন্ত্রণালয় ঘেরাও

কমিউনিস্ট পার্টি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

দেশের পাটশিল্প রক্ষায় ব্যর্থ হওয়ায় এবং পাটকল বন্ধ করায় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পদত্যাগের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ। গতকাল শনিবার এক বিবৃতি তিনি এ দাবি জানান। এম এ সামাদ বলেন, পাটের নিত্যনতুন ব্যবহার উদ্ভাবন, রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করা, পাটখাতে দুর্নীতি-লুটপাট বন্ধ, ভুলনীতি পরিহার, দুর্নীতি-অনিয়ম-লুটপাট বন্ধসহ বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়ন না করে উল্টো পাটকল বন্ধ করে দেয়া পাটশিল্পের সাথে সংশ্লিষ্ট কৃষক-শ্রমিকদের পেটে লাথি মারার শামিল। পাটকল বন্ধের ফলে এ শিল্পের হাজারও শ্রমিক বেকার হয়ে পড়েছেন।’

এম এ সামাদ জানান, ব্যর্থ বস্ত্র ও পাটমন্ত্রীর পদত্যাগ, বন্ধ সকল পাটকল চালু ও পাটকল শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও সকল বকেয়া প্রদানের তিন দফা দাবিতে আগামী ১৫ সেপ্টেম্বর বেলা ১১টায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঘেরাও করা হবে। তারপরও দাবি মেনে না নেয়া হলে শ্রমিকদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলে দাবি মানতে বাধ্য করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন