মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গ্রিসকে নিঃশর্ত আলোচনায় বসতে হবে : তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৯:২২ এএম

তুরস্ক শান্তিপূর্ণ উপায়ে গ্রিসের সঙ্গে সমাধানের তাগিদ দিয়েছেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, পূর্ব ভূমধ্যসাগর নিয়ে বিরোধ মেটাতে গ্রিসের সঙ্গে নিঃশর্ত আলোচনায় প্রস্তুত রয়েছে আঙ্কারা। তবে গ্রিসকেও আন্তরিকতার সঙ্গে নিঃশর্তে আলোচনায় বসতে হবে। আনতালিয়া শহরে ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, তুরস্ক সঠিক অবস্থানে রয়েছে। স্বাভাবিকভাবেই যাদের অবস্থান সঠিক থাকে আলোচনায় বসার ক্ষেত্রে তাদের মনে ভয়-ভীতি কাজ করে না।

তিনি বলেন, তুরস্ক কোনো দেশের সম্পদ ও অধিকার হরণ করার পক্ষে নয়। আঙ্কারা নিজের স্বার্থ ও অধিকার রক্ষায় সোচ্চার থাকবে।

লিবিয়ার জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে সাগরে তেল-গ্যাস অনুসন্ধান বিষয়ক চুক্তি সইয়ের পর থেকে পূর্ব ভূমধ্যসাগরের খনিজ সম্পদ নিয়ে তুরস্ক, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে উত্তেজনা বেড়েছে।

গ্রিসের বিরোধিতা সত্ত্বেও সাগরের বিতর্কিত এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আঙ্কারা। পার্সটুডে

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন