শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আরএফএল পাইপ এন্ড ফিটিংসে ব্যবহৃত হচ্ছে লেজার প্রিন্ট

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:৩৭ পিএম

ক্রেতাদের সুবিধার্থে দেশের জনপ্রিয় নির্মাণ সামগ্রীর ব্রান্ড ‘আরএফএল পাইপ এন্ড ফিটিংস’ এ এখন ব্যবহৃত হচ্ছে লেজার প্রিন্ট। নকল এড়াতে ও পণ্যের তথ্য বিকৃতি রোধে কালির প্রিন্টের (ইনজেক্ট প্রিন্ট) পরিবর্তে এখন লেজার প্রিন্ট ব্যবহৃত হচ্ছে।
আরএফএল প্লাস্টিকসের পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, সাধারণত কালির প্রিন্ট ব্যবহার করে পণ্যের গায়ে দাম, আইএসও সনদ নম্বর, বিএসটিআইয়ের সীল, পণ্যের লোগো, পণ্যের ধরনসহ নানা তথ্য লেখা হয়। কিন্তু এ কালি সহজেই পরিবর্তন করা যায়।
তিনি বলেন, এর ফলে তথ্য পরিবর্তন বা বিকৃত করার সুযোগ থাকে। এছাড়া কালির প্রিন্ট সহজলভ্য হওয়ায় নি¤œমানের পাইপ ও ফিটিংসে আরএফএল সদৃশ্য লোগো ব্যবহার হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ক্রেতাদের সুবিধার্থে এবং নকল এড়াতে এখন থেকে ধারাবাহিকভাবে আরএফএল পাইপ এন্ড ফিটিংসের সকল পণ্যে লেজার প্রিন্ট ব্যবহার করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন