শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

আইটিডি বাংলাদেশকে ছয় ইউনিট জেএসি ডাবল কেবিন পিকআপ দিলো এনার্জিপ্যাক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:৩৯ পিএম

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মোটর ভেহিকেল ডিভিশন (এমভিডি) সম্প্রতি আইটিডি বাংলাদেশ কোম্পানি লিমিটেডকে ছয় ইউনিট জেএসি ডাবল কেবিন পিকআপ (টি৬) হস্তান্তর করেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এনার্জিপ্যাক মোটর ভেহিকেল ডিভিশনের হেড অব অপারেশনস ও জেনারেল ম্যানেজার জসীম উদ্দিন (স্বপন), হেড অব করপোরেট সেলস আব্দুল্লাহ আল মারুফ এবং হেড অব সার্ভিস প্রকৌশলী শ্যামল দাসের কাছ থেকে আইটিডি বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মেকানিক্যাল অ্যান্ড প্ল্যান্ট ম্যানেজার পাওয়াত পালেসর্ন ডাবল কেবিন পিকআপের চাবি গ্রহণ করেন।

এ সময় এনার্জিপ্যাক মোটর ভেহিকেল ডিভিশনের ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ওসমান ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৭:১০ পিএম says : 0
valo
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন