পাহাড়, ঝর্ণা, হ্রদ, সমুদ্র সৈকত, নদী-নালা, খাল-বিলসহ প্রকৃতির প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের দেশ বাংলাদেশ। তাই দেশে-বিদেশে থাকা বাংলাদেশি মালিকানাধীন ট্যুরিজম প্রতিষ্ঠানগুলোকে দেশের পর্যটন শিল্পে গতিশীলতা আনতে এবং উন্নয়ন-অগ্রগতিতে আরো ব্যাপকভাবে ভূমিকা রাখার লক্ষ্যে দেশে বিনিয়োগ করার পাশাপাশি বিদেশী পর্যটকদের কাছে দেশের দর্শনীয় অসাধারণ পর্যটন শিল্পের বিষয়টি তুলে ধরে তাদেরকে বাংলাদেশে পরিদর্শনে উৎসাহিত করতে হবে। গত রোববার বিকালে দেরা দুবাইয়ের নাখিল এলাকায় বাংলাদেশি মালিকানাধীন সোনার বাংলা ট্রাভেল এন্ড ট্যুরিজম এলএলসি-এর উদ্বোধনকালে আগত অতিথি বক্তারা এসব কথা বলেন।
সোনার বাংলা ট্রাভেল এন্ড ট্যুরিজম এলএলসি-এর কর্ণধার মোহাম্মদ মিছির আলীর আমন্ত্রণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের দূতালয় প্রধান প্রবাস লামারং। বিশেষ অতিথি ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) ফকির মোহাম্মদ মনোয়ার হোসেন, কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাজহার উল্লাহ মিয়া, হাজী শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মোহাম্মদ জসিমউদ্দিন, এস এ মনির, সালাউদ্দিন মধু ও হারুনুর রশিদসহ আরো অনেকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন