বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

দিনাজপুরের নবাবগঞ্জ পুকুরে ডুবে কনক চন্দ্র (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিমর (কামারপাড়া) গ্রামের বিমল চন্দ্রের ছেলে। সে শিমর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। গতকাল মঙ্গলবার কনক ৪-৫ জন বন্ধু মিলে বাড়ির পাশের তুলশি ডাংগা নদীর ওপর নির্মিত ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় সে।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আব্দুল জলিল জানান, সংবাদ পেয়ে রংপুর থেকে ডুবুরিদল ঘটনাস্থলে এসে কনক চন্দ্রকে মৃত্যু অবস্থায় নদী থেকে উদ্ধার করে। এ সময় নবাবগঞ্জ থানা পুলিশ ও শত শত মানুষ উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতির ইন্তেকাল
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা.খন্দকার মশিউর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঢাকার একটি হাসপাতালে গতকাল ইন্তেকাল করেন। তিনি দলারদরগা মেমোরিয়াল হসপিটাল ও বিরামপুর পৌরসভায় অবস্থতি আনাচা হসপিটালের মালিক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন