শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সিন্ডিকেট চক্র পেঁয়াজের দাম দ্বিগুণ বাড়িয়েছে

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া এক বিবৃতিতে একদিনের ব্যবধানে সিন্ডিকেট চক্রের মাধ্যমে পেঁয়াজের দাম দ্বিগুণ হওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। দেশের খুচরা বাজারে আজ পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকা। তবে পাড়া মহল্লার দোকান গুলোতে হাত ঘুরে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১২০ টাকা। বাজারে পেঁয়াজের সঙ্কট না থাকলেও ইচ্ছে করেই দাম বাড়ানো হচ্ছে। যা চরম উদ্বেগের কারণ। গত বছরও ভারত হুট করে পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করায় বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছিল হু হু করে। সেসময় খুচরা বাজারে রেকর্ড ৩০০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। এবার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পরপরই দেশের খুচরা বাজারে দাম বাড়তে শুরু করেছে। এমতাবস্থায় বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মানুষ চরম বিপাকে পড়বে।

নেতৃদ্বয় বলেন, অবিলম্বে সিন্ডিকেটগুলো ভেঙ্গে দিয়ে বাজার নিয়ন্ত্রণ করুন। অন্যথায় বৈশ্বিক মহামারির প্রাক্কালে সাধারণ মানুষের কষ্টের অন্ত থাকবে না। তারা বলেন, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। তিনি বলেন, এজন্য দায়ী হচ্ছে সিন্ডিকেট। করোনায় সাধারণ মানুষের জীবন যাত্রা থমকে দাঁড়িয়েছে।এর পর পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়তে থাকলে জনগণের ভোগান্তি দিন দিন বাড়বে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন