বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বিএসএফ গুলি করে বাংলাদেশিকে নিয়ে গেছে

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভারতে বিএসএফের গুলিতে সুমন নামের এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার রাতে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সুমন (২৬) সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।

গুলিবিদ্ধ সুমনের খালাতো ভাই লাল্টু বলেন, কলারোয়ার চান্দুড়িয়ার বিপরীতে ভারতের কালিঞ্চি ক্যাম্পের বিএসএফ জওয়ানদের হাতে সুমন গুলিবিদ্ধ হয়েছে বলে মোবাইলে ওপারের লোকজনের কাছ থেকে জেনেছেন। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে বিএসএফ ক্যাম্পে ও পরে হাসপাতালে নিয়ে যায় বিএসএফ। সুমন মারা গেছে না-কি জীবিত আছে তাৎক্ষনিক সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে এ বিষয়ে গতকাল দুপুরে নাম প্রকাশে অনিচ্ছুক সাতক্ষীরা ৩৩ বিজিবি’র একজন গোয়েন্দা কর্মকর্তা সীমান্ত সূত্রের বরাত দিয়ে জানান, গুলিবিদ্ধ সুমনের বাড়ি কলারোয়ায় হলেও ঘটনাটি ঘটেছে খুলনা বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ভারতের বিপরীতে। তিনি আরো বলেন, জানা মতে সুমন বিএসএফ’র কাছে রয়েছে এবং সে বেঁচে আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Jack Ali ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫৩ পিএম says : 0
We must start killing BSF then they will stop killing us.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন