শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতের অরুণাচল সীমান্তে চীনের লাল ফৌজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩১ এএম

তীব্র উত্তেজনার মধ্যে নতুন খবর হলো লাদাখের পর এবার ভারতের অরুণাচল সীমান্তের চীনের সৈন্য সমাবেশ ঘটছে। এর আগে লাদাখে চীনের সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতের ২৩ জন সামরিক কর্মকর্তা নিহত হয়।
ভারতীয় মিডিয়ার খবর অনুযায়ী লাদাখের একাধিক জায়গায় ভারতীয় সেনার কাছে ধাক্কা খেয়ে এবার অরুণাচলের দিকে নজর দিয়েছে লাল ফৌজ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, অরুণাচল প্রদেশে ভারত-চীন সীমান্তের অন্তত চারটি জায়গায় সীমান্ত বরাবর সেনা সমাবেশ করছে চীন।

অরুণাচলের সাফিলা, তুতিং, চ্যাং জে ও ফিসটালি সেক্টরে সীমান্তের ওপারে চীনা ভূখণ্ডে জড়ো হচ্ছে চীনা সেনা। ভারত-চীন সীমানা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে রয়েছে পিএলএ। এমনটাই সূত্রের খবর। আশঙ্কা করা হচ্ছে এলাকার কিছু পাহাড়ি এলাকার দখল নিতে পারে চীনা সেনা। গত কয়েক দিন ধরেই তারা নিজেদের এলাকায় রাস্তা-সহ অন্যান্য পরিকাঠামো তৈরি করতে লেগেছে।

চীনা সেনার গতিবিধির কথা মাথায় রেখে এলএসি-র সব সেক্টরে সতর্ক করা হয়েছে ভারতীয় সেনাকে। ওই সংবাদমাধ্যমের দাবি, চীনা টহলদারি সেনা আগের থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার অনেক কাছে চলে আসছে।

উল্লেখ্য, ২০১৭ সালে এভাবেই ভুটান সীমান্তের ডোকা লা-য় ঘাঁটি গাড়ার চেষ্টা করেছিল চীনা সেনা। ভারতীয় জওয়ানরা রুখে দাঁড়াতেই তারা শেষপর্যন্ত সরে যায়। টানা ৭২ দিন ধরে চলেছিল সেই অচলাবস্থা। সূত্র:zeenews.india.com/bengali

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Morshed Hridoy ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৪:০১ পিএম says : 0
ভারতের কপালে সামনে আরও অনেক দুঃখ আছে বলে মনে হচ্ছে
Total Reply(0)
নুরজাহান ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৪:০২ পিএম says : 0
ভারত নামক রাষ্ট্রটা মানচিত্র থেকে তুলে দিয়ে ছোট ছোট কয়েকটা রাষ্ট্রে ভাগ করে দিলে ভালো হবে
Total Reply(0)
খালেদ ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৪:০২ পিএম says : 0
ভারত নিজেদের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝে না। এবার প্রতিবেশি দেশগুলোও সেটাই করবে, যেটা ভারত এতদিন করে আসছে
Total Reply(0)
কামাল ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৪:০৯ পিএম says : 0
এই সময় ভারতের পাশে কেউ দাঁড়াবে না। কারণ সুযোগ পেলে ভারত সবার ক্ষতি করে।
Total Reply(0)
তানবীর ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৪:১০ পিএম says : 0
প্রতিবেশি রাষ্ট্রের সাথে খারাপ ব্যবহার ও দাদাগিরি করলে তার ফল তো তাদেরকে ভোগ করতেই হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন