মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কলকাতায় বাংলাদেশের ইলিশ নিয়ে কাড়াকাড়ি, এক ঘণ্টায় শেষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:৪৩ এএম

ভারত বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে। অথচ বাংলাদেশে পেঁয়াজ আসা বন্ধ হলেও ভারতের কলকাতায় বেশ সাড়া ফেলেছে বাংলাদেশের ইলিশ। বাংলাদেশের ইলিশ নিয়ে কলকাতায় রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়েছে। এক ঘণ্টার নিলামেই শেষ হয়ে গেছে প্রথম চালানের ২০ টন মাছ।

কয়েকটি গণমাধ্যমে সূত্রে জানা গেছে, সোমবার বাংলাদেশ থেকে ইলিশের প্রথম চালান যায় ভারতের পশ্চিমবঙ্গে। ইলিশ ভর্তি ট্রাক পৌঁছায় কলকাতার পাতিপুকুর আর হাওড়ার পাইকারি মাছ বাজারে। পরে শুরু হয়ে যায় কাড়াকাড়ি। রাত তিনটার দিকে নিলাম শুরু হলে মাত্র এক ঘণ্টার মধ্যেই সব মাছ বিক্রি হয়ে যায়। ৫শ গ্রাম থেকে এক কেজির মাছ পাইকারি বিক্রি হয় ৮শ’ থেকে ১৩শ’ রুপিতে।

উল্লেখ্য, দুর্গাপূজা সামনে রেখে ভারতে মোট ১৪শ’ ৫০ টন ইলিশ রপ্তানি করবে বাংলাদেশ। সূত্র : আনন্দবাজার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সাগরন ১৭ সেপ্টেম্বর, ২০২০, ৬:৪৭ পিএম says : 0
মানবতা কাকে বলে দাদাদের শিখা উচিত।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন