শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নওগাঁর মহাদেবপুরে ব্যবসায়ীকে মারপিটের মামলায় বহিষ্কৃত উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজুসহ দুইজন গ্রেফতার

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৫:০৫ পিএম

নওগাঁর মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদের নেতৃত্বে চাঁদার দাবিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে মারপিট ঘটনায় থানায় মামলা দায়েরের ১০দিন পর ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ সহ তার সহযোগী ২জনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বিপিএম এসব জানান।

তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা সদরের আরএফএল ভিগো শোরুমের স্বত্বাধিকারী সোহেল রানা নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদের নেতৃত্বে রাজুর সহযোগি নয়নসহ আরো ৬/৭ জন সোহেল রানার ব্যবসা প্রতিষ্ঠানে ভেতরে গিয়ে রাজু ৪০ হাজার টাকা চাঁদাদাবি করেন। দাবিকৃত চাঁদার টাকা দিতে না চাইলে সোহেল রানাকে তার নিজ প্রতিষ্ঠানে মারপিট করেন। পরে ওই মারপিটের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সোহেল রানা উপজেলা ছাত্র লীগের সভাপতি রাজু ও তার সহযোগি নয়নসহ আরো ৬/৭ জনের বিরুদ্ধে মহাদেবপুর থানায় মামলা দায়ের করে। সেই মামলায় পুলিশ রাজু ও তার দুই সহযোগিকে গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিকুল আক্তার, ফারজানা হোসেনসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন