শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এনামুল কবির সুজনের গান করলেন কবির সুমন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রথমবার বাংলাদেশী কোন গীতিকবির লেখা গান গাইলেন উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কবির সুমন। এই গীতিকবি হলেন এনামুল কবির সুজন। ‘যাচ্ছে জীবন’ শিরোনামের ভিনটেজ ধর্মী গানটি নিজেই সুরারোপ করে কণ্ঠও দিয়েছেন কবির সুমন। গানের সঙ্গীতায়োজন করেছেন পশ্চীমবঙ্গের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ধ্রুব বসু। কবীর সুমন সাধারণত নিজেই নিজের গান লেখা এবং সুরারোপ থাকেন। অন্যদের লেখা কিছু গান গাইলেও বাংলাদেশী কোন গীতিকবির লেখা গান এবারই প্রথম গাইলেন। বিষয়টি কলকাতার আনন্দ বাজার পত্রিকাসহ আরো কিছু সংবাদপত্রে সংবাদ প্রকাশিত হয়। সেখানে এই গানের বিষয়ে কবির সুমন বলেছেন, ‘গানটি সুর করার পর আমার কয়েকজন ছাত্রছাত্রী ভীষণ পছন্দ করেছে। আমি আশাবাদী, গানটি আমার এবং বাংলাদেশী গীতিকবি এনামুল কবির সুজনের একটি মাইলস্টোন হয়ে থাকবে।’ এনামুল কবির সুজন বলেন, ‘এর আগে আমার লেখা গান দেশের সিনিয়র এবং জুনিয়র শিল্পীদের অনেকেই গেয়েছেন। তবে কবির সুমনের কণ্ঠে আমার গানের বিষয়টি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা এবং বিশাল প্রাপ্তি। আমি তার কাছে কৃতজ্ঞ যে, তিনি আমার লেখা গানটি আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন এবং সুর করে কণ্ঠও দিয়েছেন। মিউজিক ভিডিও নির্মানের পর খুব শীঘ্রই গানটি বাংলাদেশ এবং ভারতের অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে।’ উল্লেখ্য, এর আগে এনামুল কবির সুজনের লেখা গান করেছেন সাবিনা ইয়াসমিন, রথীন্দ্রনাথ রায়, চাইম ভোকাল খালিদ, বাদশা বুলবুল, বেলাল খান, মাহাদী, কিশোর, কোনাল আরও অনেকেই। গীতিকবি সংঘের সদস্য এনামুল কবির সুজন গান লেখার পাশাপাশি একজন বিনোদন এবং আইটি উদ্যোক্তা হিসেবেও স্বনামে পরিচিত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন