মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পর্দাশীল সেই মাকে সম্মান জানিয়ে প্রশংসায় ভাসছেন মুশফিক

আবদুল মোমিন | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২০, ৯:২৪ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই মা ও ছেলেকে সম্মান জানিয়ে নেটদুনিয়ায় প্রশংসায় ভাসছেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বনানী মাঠে তাদের আমন্ত্রণ জানান এই টাইগার তারকা। ১১ বছর বয়সী মাদ্রাসা ছাত্র শেখ ইয়ামিন সিনানকে উপহার হিসেবে মুশফিক দেন নিজের ব্যাটিং গ্লাভস, বাংলাদেশ দলের রঙিন জার্সি ও অটোগ্রাফযুক্ত স্মারক ব্যাট।

পর্দাশীল ওই মাকে মুশফিকের এই সম্মান জানানোর দৃশ্য মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ছবিটি শেয়ার ও পোস্ট করে প্রশংসায় মেতে ওঠেন নেটদুনিয়ার বাসিন্দারা।

চলতি সপ্তাহে নেটে ছোট্ট ইয়ামিনকে তার মা ঝর্না আক্তারের বোলিং করার দৃশ্য দেখে অবাক হয়েছিলেন রাজধানীর পল্টন মাঠে উপস্থিত সকলে। স্পোর্টস ফটোগ্রাফাররা সেটি ক্যামেরাবন্দী করার পর মুহূর্তে ছড়িয়ে পড়ে ফেসবুকে। মায়ের প্রশংসায় মেদে ওঠেন নেটিজেনরা। তবে কিছু নাস্তিককে এই মায়ের পর্দার সমালোচনা করতে দেখা গেছে। যার সরব প্রতিবদাও করেছেন ধর্মপ্রাণ জনতা।

ফেসবুকে মোহাম্মাদ আবরার নাদিম লিখেছেন, ‘‘ব্যাক্তি মুশফিক তার ব্যাটিংয়ের মতোই সুন্দর। বাংলাদেশে ক্রিকেটারের তো আর অভাব নেই, তারকা খ্যাতিতেও মুশফিককে পেছনে ফেলার মত বেশ কয়েকজনই আছে। কিন্তু মুশফিকের মত মহৎ হৃদয়ের খেলোয়াড় আর একজনও নেই। এই একটা জায়গায় সে অনন্য।’’

কামরান উদ্দীন রাইহান লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ। আলোচিত ইয়ামিন ও তার মায়ের সঙ্গে দেখা করতে মুশফিকুর রহিম ছুটে আসলেন। মুশফিকের নিজস্ব জার্সি ইয়ামিনকে দিয়ে উৎসাহিত করলেন। হিজাব পরিধানে শরয়ী বিধান পালনের পাশাপাশি সম্মানও যে বৃদ্ধি পায় তা মা-ছেলের বিরল ক্রিকেটীয় মুহুর্তের ছবি আবারো প্রমান করলো।’’

মির্জা তৌহিদুল লিখেছেন, ‘‘ভাই আপনি সবার চাইতে একটু আলাদা, তাই আপনার প্রতি ভালোবাসা টাও একটু আলাদা। যাদের উক্ত মা ছেলেকে নিয়ে চুলকানি, খাজলি, পাচরা ইত্যাদি ছিল। তাদের মুখে নিরবে ঝামা ঘসে দিয়েছেন। দোয়া ও ভালোবাসা। ধন্যবাদ মুশফিক, উনাকে সমর্থন করার জন্য।’’

আল আমিন রহমান আলো লিখেছেন, ‘‘ব্রো আপনার জন্য দোআ আর ভালোবাসা রইলো,,, ময়মনসিংহ থেকে আপনার খুব ক্ষুদ্রতম ফ্যান একজন। আপনাকে আমার খুব ভালো লাগে, মন থেকে খুব ভালোবাসি আর আপনার সামাজিক কর্মকান্ডগুলো খুব ভালো লাগে, মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি যাতে আল্লাহ আপনাকে সুস্থতার সহিত মানব সেবার তওফিক দেন, আমীন।’’

মেহেদী হাসান লিখেছেন, ‘‘পৃথিবীর প্রত্যেকটা নারী পাপী হতে পারে, কিন্তু সন্তানের কাছে প্রত্যেকটা মা হলো জান্নাত। এই মা হাজারো আদর্শবান মায়ের শ্রেষ্ঠ প্রতীক, প্রত্যেকটা সন্তানের শ্রেষ্ঠ বন্ধু।’’

মোঃ সাব্বির লিখেছেন, ‘‘মাশা আল্লাহ,,,আল্লাহ যেন ভাইটিকে হাফেজ এবং সৎ খেলোয়াড় হিসেবে কবুল করে।আমিনএই ছবিটি এক বিরল ইতিহাস হিসেবে বাঙালীর মনে সারাজীবন স্মৃতি হয়ে থাকবে। আর মুশফিক ভাইয়ের জন্য দোয়া ও ভালবাসা রইল।’’

মোঃ সামসু উদ্দীন শাজু লিখেছেন, ‘‘ধন্যবাদ ভাই কিছু! ইসলামবিদ্বেষীদের দাঁতভাঙ্গা জবাব দিয়েছেন তাদের সাথে দেখা করে আপনি! আপনার জন্য শুভকামনা রইলো।’’

ইমরান হোসাইন আরিফ লিখেছেন, ‘‘আপনার ভিতরে ইসলামের আদর্শ এবং নম্রতা ভদ্রতা সব কিছুই দেখতে পাই।ক্রিকেট জগতের মধ্যে এজন্যই আপনাকে এত বেশি ভালোবাসি মুশফিকুর রহিম।’’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Syed ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৯ পিএম says : 0
মুসলিমদের 73 ফিরকার 72 ফিরকার অনুসারীরা জাহান্নামে যাবে কারন তারা তাদের মনগড়া ইসলাম পালন করবে তাই !!! আল্লাহ আমাদেরকে ইসলামি শরিয়তের সহি আক্বীদা তথা বিধান শিখে আমল করার তৌফিক দান করুন, আমিন | আর, জ্ঞানপাপীর মত ইসলামি শরিয়তের বিধান না শিখে, পর্দার সঠিক ব্যাখ্যা না জেনে, যার মন চায় ইচ্ছেমত ফতোয়া দিয়ে মুফতি বনে যাওয়ার মানসিকতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন ।
Total Reply(0)
Syed ১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:২৬ পিএম says : 0
পর্দা মানে শুধু গায়ে বোরকা জড়ানো নয় !!!
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন