শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজাপুরে নির্মাণ শ্রমিক নিহত

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

ঝালকাঠির রাজাপুর সদরে নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে মো. শহিদুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলা সদরের টিএন্ডটি সড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত শহিদুল ফরিদপুর সদর উপজেলার গোয়ালেরটিলা গ্রামের মো. সাহেব আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায়, টিঅ্যান্ডটি সড়কের নির্মাণাধীন একটি ভবনে দীর্ঘদিন ধরে কাজ করছে নিহত শহিদুল। বর্তমানে ভবনটির পাঁচতলার নির্মাণ কাজ চলছে। গতকাল বেলা ১১টা ২০ মিনিটের দিকে ভবনের চারতলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় শহিদুল। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, চার তলার উপরে একটি পাঁচফুট উচ্চতার অস্থায়ী টেবিলের উপরে একটি চলমান ভাইব্রেটর মেসিন (স্যালো মেশিন) রেখে তার পাশে দাঁড়িয়ে কলামের ঢালাইর কাজ করছিলেন নিহত ওই শ্রমিক। চালু মেশিনের পিস্টনে ঘূর্ণায়মান চাকায় প্যান্ট পেচিয়ে ছিটকে ৫ তলা থেকে মাটিতে পড়ে যায় শহিদুল। খবর শুনে রাজাপুর- কাঠালিয়া সিনিয়র সহকারী সার্কেল অফিসার মো. সাকাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, কিছুক্ষণ আগে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন